ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কোটা সংস্কার দাবিতে রাজশাহী-ঢাকা বাইপাস সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি | রাজশাহী | প্রকাশিত: ১২:৫৩ পিএম, ১৬ জুলাই ২০২৪

রাজশাহীতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে কমলাপুর এলাকা সংলগ্ন রাজশাহী-ঢাকা বাইপাস সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।

কোটা সংস্কার দাবিতে রাজশাহী-ঢাকা বাইপাস সড়ক অবরোধ

শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও পুলিশি হামলার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এ সময় কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। পাশাপাশি এদিন বিকেল ৩টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের যোগ দেওয়ার ঘোষণা দেন তারা।

সাখাওয়াত হোসেন/এফএ/জিকেএস