ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জ

বাল্যবিয়ে বন্ধ, বর-কনের বাবার কারাদণ্ড

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৮:৪০ পিএম, ১৪ জুলাই ২০২৪

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বর ও কনের বাবাকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৪ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ বাল্যবিয়ে বন্ধ করে এ আদেশ দেন।

স্থানীয়রা জানান, উপজেলার জাঙ্গালিয়া এলাকার আবুল কাশেমের কিশোরীর বিয়ে ঠিক করে গোপনে সব প্রস্তুতি সম্পন্ন করেন। এরমধ্যে একই উপজেলার শিতারামকান্দির আব্দুল বারেকের ছেলে মাঈনুদ্দিন (২৫) পাত্রবেশে বরযাত্রী নিয়ে বিয়ে বাড়িতে আসেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়ের বাবা আবুল কাশেম ও পাত্র মাঈনুদ্দিনের একমাস করে কারাদণ্ড দেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ বলেন, বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। এসময় মেয়ের বাবা ও বরকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে সাবালিকা না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে না দেওয়ার মুচলেকা নেওয়া হয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জিকেএস