পূর্ণাঙ্গ কমিটি পেল মিরসরাই প্রেসক্লাব
চট্টগ্রামের মিরসরাইয়ে কর্মরত সাংবাদিকদের প্রতিষ্ঠান মিরসরাই প্রেসক্লাবের ২৪ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৩ জুলাই) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন ক্লাবের সভাপতি-সম্পাদক।
এর আগে গত ২৭ এপ্রিল কণ্ঠভোটে ২০২৪-২০২৬ বর্ষের সভাপতি পদে নির্বাচিত হন দৈনিক কালের কণ্ঠের এনায়েত হোসেন মিঠু ও সাধারণ সম্পাদক পদে জাগো নিউজের এম মাঈন উদ্দিন।
কমিটিতে স্থান পাওয়া দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি পদে মাসিক মীরসরাইয়ের সাইফুল হক সিরাজী ও বাণিজ্য প্রতিদিনের চট্টগ্রাম প্রতিনিধি মুহাম্মদ দিদারুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের এম আনোয়ার হোসেন, আলোকিত বাংলাদেশের আবু সাঈদ ভূঁইয়া, ও মোহাম্মদ ইউসুফ, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক কালবেলার নুরুল আজহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সময়ের আলোর সাদমান রহমান সময়, কোষাধ্যক্ষ যায়যায়দিনের ইকবাল হোসেন জীবন, ক্রীড়া সম্পাদক পদে সিভয়েসের ফিরোজ মাহমুদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বাংলাধারার শাহ আব্দুল্লাহ আল রাহাত, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাংলাধারার আজমল হোসেন এবং দপ্তর সম্পাদক নয়া শতাব্দীর সাফায়েত মেহেদী।
কার্যনির্বাহী সদস্য নির্বাচিতরা হলেন আমাদের সময়ের মিরসরাই প্রতিনিধি নুরুল আলম, দেশ রুপান্তরের শারফুদ্দীন কাশ্মীর, বাংলাধারা সম্পাদক ফেরদৌস শিপন, ভোরের কাগজের সালেক নাছির উদ্দিন, কালের কণ্ঠের মুহাম্মদ জয়নাল আবেদীন।
সাধারণ সদস্য হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের আজহার মাহমুদ, খালেদা আক্তার লুৎফা, মাসুদ ফেরদৌস কবির, রিগান উদ্দিন ও সাদেক রিপন।
এম মাঈন উদ্দিন/এসআর