ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রহ্মপুত্র নদে ডুব দিয়েই নিখোঁজ স্কুলছাত্র

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ১২:৪২ এএম, ১৪ জুলাই ২০২৪

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে মো. ইয়াসিন (১৫) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।

শনিবার (১৩ জুলাই) সকালে উপজেলার চরকাওনা পশ্চিমপাড়া ব্রহ্মপুত্র নদের পাড়ে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ইয়াসিন উপজেলার চরকাওনা বেলতলী দারোগাবাড়ির অ্যাংরাজ উদ্দিনের ছেলে। সে জাঙালিয়া ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে বন্ধুদের সঙ্গে পাশের গ্রামের ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে ইয়াসিন। একপর্যায়ে পানিতে ডুব দিয়ে নিখোঁজ হয় সে। এসময় সঙ্গে থাকা বন্ধুসহ স্থানীয়রা অনেক চেষ্টা করেও তার খোঁজ পাননি। খবর পেয়ে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল এসে উদ্ধারকাজে অংশ নেয়। তবে রাত সাড়ে ৯টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

ইয়াসিনের চাচাতো ভাই তাসিন জুবায়ের বলেন, ‌‘আমার চাচতো ভাই ইয়াসিন সাঁতার জানতো না। বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে সে নিখোঁজ রয়েছে।’

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় পুলিশ ও ডুবুরিদল উদ্ধার চেষ্টা চালিয়েছে। তবে রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান আপাতত বন্ধ রয়েছে। কাল সকালে আবারও অভিযান শুরু হবে।

এসকে রাসেল/এসআর