ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

স্ত্রীকে নকল সরবরাহ করতে গিয়ে ধরা, একমাসের জেল

জেলা প্রতিনিধি | রাজশাহী | প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ০৯ জুলাই ২০২৪

রাজশাহীর চারঘাটে কারিগরি শিক্ষাবোর্ডের এইচএসসি (বিএম) প্রথম বর্ষের পরীক্ষা চলাকালে স্ত্রীকে নকল সরবরাহের দায়ে স্বামীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নন্দনগাছী ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আব্দুল বাতেন (৩০)। তিনি চারঘাট উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা।

চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, নন্দনগাছী ডিগ্রি কলেজ কেন্দ্রে কারিগরি শিক্ষাবোর্ডের এইচএসসি (বিএম) প্রথম বর্ষের হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ পরীক্ষা চলছিল। ওই যুবক তার স্ত্রীকে নকল সরবরাহ করতে শিক্ষার্থী পরিচয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন। এসময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তার পথ রোধ করে কেন্দ্রে অবস্থানরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে খবর দেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে মোবাইলফোনে পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্রসহ তাকে হাতেনাতে আটক করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন বলেন, হাতেনাতে আটকের পর অপরাধ স্বীকার করায় পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহের দায়ে তাকে একমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

জানতে চাইলে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, দণ্ডপ্রাপ্ত যুবককে জেলা কারাগারে পাঠানো হয়েছে।#

সাখাওয়াত হোসেন/এসআর/এএসএম