ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সড়ক খুঁড়ে ড্রেজার পাইপ বসালেন যুবলীগ নেতা

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ০৯ জুলাই ২০২৪

শরীয়তপুর সদরে একটি গ্রামীণ পাকা সড়ক খুঁড়ে ড্রেজারের পাইপ বসানো হয়েছে। এতে সড়কটি দেবে গিয়ে ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় এক যুবলীগ নেতা পাইপটি বসিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে ড্রেজারের মাধ্যমে বালুর ব্যবসা করে আসছেন ইউনিয়ন যুবলীগের সভাপতি মান্নান খান। তিনি নদী থেকে বালু কিনে ড্রেজারের পাইপের মাধ্যমে বিভিন্ন এলাকায় সরবরাহ করেন। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে সদর উপজেলার চর সোনামুখী দক্ষিণ এলাকার একটি পাকা গ্রামীণ সড়ক খুঁড়ে ড্রেজারের পাইপ বসান শ্রমিকরা। এসময় স্থানীয়রা নিষেধ করলেও তারা শোনেননি।

সরেজমিন দেখা যায়, সড়কে কমপক্ষে ২০ ইঞ্চি গর্ত খুঁড়ে ড্রেজারের একটি পাইপ বসানো হয়েছে। সড়কের ওপর দিয়ে গর্ত খোঁড়ায় সড়কটি ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সড়ক খুঁড়ে ড্রেজার পাইপ বসালেন যুবলীগ নেতা

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, ‘সড়কে গর্ত খোঁড়া দেখে আমরা প্রথমে শ্রমিকদের নিষেধ করি। কিন্তু তারা কথা শোনেননি। কাজ চালিয়ে গেছেন। এখন বর্ষা মৌসুম। খোঁড়াখুঁড়ি করায় সড়কটি ভেঙে যেতে পারে।’

এ বিষয়ে ড্রেজার ব্যবসায়ী যুবলীগ নেতা মান্নান খান বলেন, ‘আমরা প্রথমে আইল্যান্ড করে ড্রেজারের পাইপ বসিয়েছিলাম। পরে এতে অনেক গাড়ি এক্সিডেন্ট হয়। তাছাড়া রাস্তাটি পুরোনো ও ভাঙাচোরা দেখে গর্ত খুঁড়ে পাইপ বসানো হয়েছে, যাতে এক্সিডেন্ট হওয়ার আশঙ্কা না থাকে। তবে এ বিষয়ে কারও কাছ থেকে অনুমতি নিইনি।’

জানতে চাইলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনউদ্দিন বলেন, সরকারি সড়ক ক্ষতিগ্রস্ত করে ড্রেজারের পাইপ বসানোর সুযোগ নেই। আমরা এ বিষয়ে আইনি পদক্ষেপ নেবো।

বিধান মজুমদার অনি/এসআর/এএসএম