ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ময়মনসিংহ

কোটাবিরোধী আন্দোলনকারীদের ফের ট্রেন অবরোধ

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ০৬:১৭ পিএম, ০৭ জুলাই ২০২৪

ময়মনসিংহে অগ্নিবীণা এক্সপ্রেস অবরোধ করেছে কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। রোববার (৭ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে নগরীর সানকিপাড়া রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। এসময় প্রায় ৫০ মিনিট জামালপুরগামী অগ্নিবীণা এক্সপ্রেস আটকা পড়ে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী বাংলা ব্লকড কর্মসূচির আওতায় এ ট্রেন অবরোধ করা হয়েছে। অবিলম্বে কোটা সংস্কার না হলে যে কোনো কর্মসূচি বাস্তবায়নে রাজপথে আরও কঠোর হতে বাধ্য হবে ছাত্রসমাজ।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট মো. নাজমুল হক বলেন, আন্দোলনের মুখে জামালপুরগামী অগ্নিবীণা এক্সপ্রেস কিছুক্ষণ আটকা পড়েছিল। তবে এখন ময়মনসিংহ-জামালপুর রেলপথে ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

এরআগে কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীরা দুই দফা ট্রেন অবরোধ করেছিলেন।

মঞ্জুরুল ইসলাম/আরএইচ/জিকেএস