বৌভাতে গাছের চারা উপহার!
বিয়ের অনুষ্ঠানে মানুষ কতকিছুই না উপহার দেয়। শোপিস, শাড়ি, গহনা, ক্রোকারিজ, নগদ টাকা, বই, আরও কত কিছু। তাই বলে বৃক্ষ উপহারের কথা ভাবতেই পারবে না কেউ। তবে এমনই এক ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়ীয়া পূর্বপাড়া গ্রামে। কিছুদিন আগেই তীব্র দাবদাহে পুড়ছিল দেশ। তখন সবাই বৃক্ষের উপকারিতা হারে হারে টের পেয়েছে। সেই কথা বিবেচনা করেই বৌভাতে গাছের চারা উপহার দেওয়া হয়েছে।
শনিবার (৬ জুলাই) দুপুরে ওই গ্রামের তাজুল ইসলামের ছোট ছেলে শরীফুল ইসলাম আপেলের বৌভাত অনুষ্ঠানে শতাধিক বৃক্ষ উপহার দিয়েছে ‘ভয়েস অব পাকুন্দিয়া’ নামের স্বেচ্ছাসেবী ফেসবুক গ্রুপের সদস্যরা।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলাব্যাপী একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করে আসছে ভয়েস অব পাকুন্দিয়ার সদস্যরা। তারই অংশ হিসেবে এর প্রতিষ্ঠাতা এস এম রায়হান ও অ্যাডমিন ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম বৌভাত অনুষ্ঠানে গাছের চারা উপহার দিয়ে সারা ফেলেছেন। এমন উপহার পেয়েও বেশ খুশি আয়োজকরা।
শরীফুল ইসলাম আপেল জানান, বৌভাতের অনুষ্ঠানে বৃক্ষ উপহার পাবো কখনো ভাবিনি। এই বৃক্ষগুলো আগামী দিনে আমার পরিবারের যেমন কাজে লাগবে পরিবেশ রক্ষায় বেশ সহায়ক হবে।
ভয়েস অব পাকুন্দিয়ার প্রতিষ্ঠাতা এস এম রায়হান বলেন, প্রথাগত ধারণা থেকে বের হয়ে আমরা ব্যতিক্রম কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছি। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক বৃক্ষ উপহার দিয়েছি। গত কয়েকমাস পূর্বে আমরা তীব্র গরমে বৃক্ষের উপকারিতা অনুভব করেতে পেরেছি। যেহেতু এখন বর্ষা মৌসুম বৃক্ষ রোপণের সময় চলছে। তাই বৃক্ষ উপহার দিয়ে সর্বসাধারণের মাঝে বৃক্ষ রোপণের সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এমন ব্যতিক্রমী উপহার নিয়ে বৌভাতে হাজির হয়েছি।
এসকে রাসেল/জেডএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি বাবু খান, সাধারণ সম্পাদক শরীফ
- ২ গোপালগঞ্জে তৈরি হচ্ছে পলিথিনের বিকল্প পলিমার ব্যাগ
- ৩ বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
- ৪ বীরগঞ্জে তালাক দেওয়ায় গলাকেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী আটক
- ৫ পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট: নাঈমকে হারিয়ে বাকরুদ্ধ স্বজনরা