ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে না পেরে কাঁদলেন ভাইস চেয়ারম্যান

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৮:৪৮ এএম, ০৭ জুলাই ২০২৪

জামালপুরে যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। তবে দেওয়ানগঞ্জ উপজেলার হাজার হাজার মানুষ এখনো পানিবন্দি। আর এসব পানিবন্দি অসহায় মানুষের পাশে দাঁড়াতে না পেরে ফেসবুকে কাঁদলেন উপজেলা ভাইস চেয়ারম্যান তৃতীয় লিঙ্গের মুন্নি আক্তার।

শনিবার (৬ জুলাই) দিনগত রাতে মুন্নি আক্তার তার ফেসবুক আইডি থেকে এই ধরনের একটি ভিডিও আপলোড করেন।

ভিডিওতে মুন্নি আক্তার বলেন, ‘আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় দেওয়ানগঞ্জ উপজেলাবাসী। আপনারাতো মনে করতেছেন আপনাদের সামনে আমি কেনো যাচ্ছি না। আপনাদের সামনে দাঁড়ানোর মতো আমার ক্ষমতা নাই। সবার ঘরে ঘরে বন্যার পানি অথচ আমি কিছুই করতে পারতেছি না। আমি কীভাবে যাবো আপনাদের সামনে, আপনাদের সামনে যাওয়ার মতো মুখ আমার নাই। আমি কারো কাছ থেকে কোনো সাড়া পাচ্ছি না। আমি উপজেলা পরিষদ থেকে কিছুই পাইনি, আপনাদের কীভাবে দিমু!’

কেঁদে কেঁদে তিনি বলেন, ‘বিভিন্ন জায়গা থেকে গরিব অসহায় মানুষ আমার কাছে সহযোগিতা চাচ্ছেন, অথচ আমি তাদের জন্য কিছুই করতে পারছি না। অনেকে না খেয়ে রয়েছে, অনেকে কান্নাকাটি করছে ত্রাণের জন্য। কিন্তু তাদের জন্য কিছুই করতে পারছি না।’

গত ২১ মে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থীকে হারিয়ে জয়ী হন তৃতীয় লিঙ্গের মুন্নি আক্তার। সেলাই মেশিন প্রতীকে ২৩ হাজার ৭৬৮ ভোট পেয়ে বিজয়ী হন তিনি।

গত কয়েকদিনের ভারী বর্ষণে যমুনার পানি বিপৎসীমার ৯০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ইসলামপুর উপজেলার সদর ইউনিয়ন, চিনাডুলী, পাথর্শী, সাপধরী, বেলগাছা, কুলকান্দি, নোয়ারপাড়া, পলবান্দা, দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন, চিকাজানী, চুকাইবাড়ী, বাহাদুরাবাদ, চর আমখাওয়া, ডাংধরা, পাররামরামপুর, হাতিভাঙ্গা, মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া, মাহমুদপুর, মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ও জোড়খালী ইউনিয়ন, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার নিম্ন অঞ্চলের ইউনিয়নসহ ৩৪ ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এতে প্রায় এক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

মো. নাসিম উদ্দিন/এফএ/এমএস