ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নড়বড়ে সাঁকোয় জন্ম হলো স্বপ্নার

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ১০:০৮ পিএম, ০৬ জুলাই ২০২৪

হাসপাতালে নেওয়ার পথে নড়বড়ে সাঁকোতে সন্তান প্রসব করেছেন বিলকিস খাতুন নামের এক নারী।
শনিবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সুতিরপার এলাকায় এ ঘটনা ঘটে।

বিলকিস খাতুন ওই এলাকার সাইজুদ্দিনের স্ত্রী। তার বাবার বাড়ি রৌমারী সদর ইউনিয়নের সুতিরপার এলাকায়।

স্থানীয়রা জানান, সকালে প্রসব বেদনা উঠলে স্বজনরা তাকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে রওনা হন। পথে নড়বড়ে সেতু পয়ে হেঁটে পার হওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন বিলকিস খাতুন। পরে সাঁকোতে কন্যা সন্তান প্রসব করেন তিনি। ওই নবজাতকের নাম রাখা হয় স্বপ্না আক্তার।

বিলকিস খাতুনের ভাই শফি আহমেদ বলেন, সেতু নির্মাণ না হওয়ায় আমার বোনকে পথে সন্তান জন্ম দিতে হলো। এটা দুঃখজনক বিষয়। দীর্ঘদিন এ ভাঙা সাঁকো নিয়ে দুর্ভোগে রয়েছেন স্থানীয়রা।

নড়বড়ে সাঁকোয় জন্ম হলো স্বপ্নার

আব্দুর রাজ্জাক নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, এখানে একটি সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। কিন্তু এর কোনো প্রতিকার হচ্ছে না। এখানে একটি টেকসই সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর।

স্থানীয় শৌলমারী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, কিছুদিন আগে বাঁশের সাঁকোটি ভেঙে যায়। এ কারণে এক প্রসূতি মা সেখানে একটি সন্তান প্রসব করেছেন।

রৌমারী উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মনছুরুল হক বলেন, আমি নতুন যোগদান করেছি। ওই সড়কের বিষয়টি আমার জানা নেই।

ফজলুল ফরায়েজি/আরএইচ/জেআইএম