যমুনার পানি বৃদ্ধি অব্যাহত, নতুন নতুন এলাকা প্লাবিত
জামালপুরে সব নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় যমুনার পানি বেড়ে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টের বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার নিম্নাঞ্চল।
বুধবার (৪ জুলাই) দুপুরে পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক আবদুল মান্নান এ তথ্য নিশ্চিত করেন। এছাড়া আগামী কয়েকদিন পানি বাড়বে বলেও জানান তিনি।
স্থানীয় ও পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, বন্যা ও বৃষ্টির পানির কারণে দেওয়ানগঞ্জের কাঠারবিল বাজারের নির্মাণাধীন মহারানী ব্রিজের এপ্রোচ সড়ক ভেঙে কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলার সঙ্গে দেওয়ানগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। মাদারগঞ্জের চরপাকেরদহ ইউনিয়নের হিদাগারী গ্রামে সড়ক বাঁধের ১শ ফুট ধসে কয়েকটি গ্রামে প্রবেশ করছে বন্যার পানি।
আগামী ৪৮ ঘণ্টা জেলার সব নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় যমুনার বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে পানি বেড়ে বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মো. নাসিম উদ্দিন/জেডএইচ/জিকেএস