ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চিনি ভেবে ইঁদুর মারার বিষপানে বোনের মৃত্যু, মৃত্যুশয্যায় ভাই

জেলা প্রতিনিধি | কুষ্টিয়া | প্রকাশিত: ০৮:৪০ পিএম, ০৩ জুলাই ২০২৪

কুষ্টিয়ার দৌলতপুরে চিনি ভেবে ইঁদুর মারার বিষ খেয়ে ফেলার পর মীম নামের (৩) এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ভাই আলিফের (৫) অবস্থা আশঙ্কাজনক। তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৩ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার আল্লারদর্গা সোনাইকুন্ডি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

শিশু আলিফ ও মীম সোনাইকুন্ডি গ্রামের শুভ মণ্ডলের সন্তান।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেশী জুয়েল আলী জানান, দুপুরে বাড়ির লোকজন যার যার কাজে ব্যস্ত ছিলেন। শিশু দুটি ঘরে খেলছিল। একপর্যায়ে তারা চিনি ভেবে ঘরে রাখা ইঁদুর মারার বিষ খেয়ে ফেলে। পরে অসুস্থ হয়ে পড়লে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মীমের মৃত্যু হয়। অসুস্থ আলিফ বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে ২৫০ শয্যা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার জানান, বিষপানে একটি শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন তার ভাইয়ের অবস্থাও আশঙ্কাজনক।

আল-মামুন সাগর/এসআর/জিকেএস