ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাজেকে আটকা পড়েছেন শতাধিক পর্যটক

জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি | প্রকাশিত: ০৭:১৩ পিএম, ০২ জুলাই ২০২৪

টানা বৃষ্টিতে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলার ৮ ইউনিয়ন ও পৌরসভার বেশকিছু ওয়ার্ডে পানি প্রবেশ করায় ১০ হাজারের অধিক মানুষ ভোগান্তিতে পড়েছেন।

এদিকে সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজার, মাচালং, ব্রিজ পাড়াসহ বেশকিছু এলাকা প্লাবিত হওয়ায় শতাধিক পর্যটক আটকে আছেন। বন্ধ রয়েছে সাজেকের সড়ক যোগাযোগ।

সাজেকে আটকা পড়েছেন শতাধিক পর্যটক

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার বলেন, নিচু এলাকায় পানি প্রবেশ করেছে। সাজেক সড়কে পানি ওঠায় আটকে আছে পর্যটকরা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। পানি কমলে তাদের নিরাপদে নিয়ে আসা হবে।

তিনি আরও বলেন, নিম্নাঞ্চলের মানুষের জন্য ৫৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। লোকজন ইতোমধ্যে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিচ্ছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনা খাবার ও রান্না করা খাবার বিতরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সাইফুল উদ্দীন/আরএইচ/এমএস