মধুমতি নদীতে ভেসে এলো নারীর অর্ধগলিত মরদেহ
ফরিদপুরের আলফাডাঙ্গায় অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।
সোমবার (১ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের পাচুড়িয়া গ্রাম সংলগ্ন মধুমতি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফরিদপুর নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার (৩০ জুন) রাত ১০টার দিকে পাচুড়িয়া গ্রাম সংলগ্ন মধুমতি নদীর ধারে ভেসে আসা একটি অর্ধগলিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে সোমবার দুপুর দেড়টার দিকে মরদেহটি উদ্ধার করে নৌপুলিশ।
মরদেহ উদ্ধারকারী ফরিদপুরের নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রুহুল আমীন জানান, ভেসে আসা মরদেহটি একজন নারীর। মরদেহের গলায় সনাতন ধর্মাবলম্বীদের একটি পৌতে পাওয়া গেছে। এতে বোঝা যাচ্ছে মরদেহটি কোনো সনাতন ধর্মাবলম্বীর।
ফরিদপুর নৌপুলিশ ফাঁড়ির ওসি ইদ্রিস আলী বলেন, মরদেহ উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় জানা না গেলে ধর্মীয় বিধান অনুযায়ী সৎকার করা হবে।
এন কে বি নয়ন/এসআর/এএসএম