ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভূঞাপুরে পল্লী বিদ্যুতের দুই কর্মচারীকে মারধর

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৬:০১ এএম, ০১ জুলাই ২০২৪

টাঙ্গাইলের ভূঞাপুরে বকেয়া বিলের টাকা চাইতে গিয়ে পল্লী বিদ্যুতের দুই লাইনম্যানের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত শাহীন আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার (৩০ জুন) দুপুরে উপজেলার কুঠিবয়ড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ ভূঞাপুর সাব জোনাল অফিসের লাইনম্যান (লেভেল-১) শাহীন আলম ও কায়সার।

আহত কায়সার বলেন, কুঠিবয়ড়া বাজারে সেলিম মিয়ার দোকানে ৬ মাসের বিদ্যুৎ বিল বকেয়া ছিল। সেখানে গিয়ে প্রথমে তাদের বিদ্যুৎ বিল পরিশোধ করতে বলা হয়। কিন্তু তারা কিছুতেই বিল দিতে চায়নি। পরে বিদ্যুত সংযোগ বন্ধ করতে যাওয়ায় সেলিম ও তার ছেলে হৃদয় আমাদের ওপর হামলা করে। এতে আমার সহকর্মী শাহীন আলম গুরুতর আহত হয়। মারধরের পর বাজারেই আটকিয়ে রাখা হয়। পরে পুলিশের সহায়তায় মুক্তি পেয়ে হাসপাতালে যাই। হাসপাতালে শাহীনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ ভূঞাপুর সাব জোনাল অফিসের সহকারী জুনিয়র প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, পুলিশে খবর দেওয়া হয়েছে। বিদ্যুতের বকেয়া আদায় করতে গিয়ে তাদের ওপর হামলা করা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনাপূবর্ক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, পল্লী বিদ্যুতের লোকজন বকেয়া বিল আদায় করতে গিয়েছিল। এ সময় বকেয়া পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তর্কাতর্কি হয়। একপর্যায়ে লাইনম্যানদের ওপর হামলা করা হয়। পরে খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনো লিখিত অভিযোগ পাইনি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অর্নিকা রায় জানান, এই ঘটনায় পল্লী বিদ্যুতের শাহীন নামের একজনকে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে জখম রয়েছে।

আরিফ উর রহমান টগর/এমআরএম