ল্যাম্পপোস্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নৈশপ্রহরীর মৃত্যু
নারায়ণগঞ্জের বন্দরে ল্যাম্পপোস্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু বক্কর সিদ্দিক (৫০) নামের এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে।
রোববার (৩০ জুন) সকালে সিটি করপোরেশনের ২৩ নম্বার ওয়ার্ড এলাকার সিএসডি গেট সংলগ্ন খানবাড়ির সামনে ল্যাম্পপোস্টের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আবু বক্কর সিদ্দিক সিএসডি গেট এলাকার মৃত জানু মিয়ার ছেলে। তিনি খানবাড়ি এলাকার একটি নির্মাণাধীন ভবনে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে ল্যাম্পপোস্টের তারের সঙ্গে আবু বক্করের মরদেহ দেখা যায়। খবর পেয়ে পুলিশ এসে ল্যাম্পপোস্টের বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা রাজু বলেন, ‘মরদেহটি যখন উদ্ধার করা হয় তখন দেখা যায়, আবু বক্কর ল্যাম্পপোস্টের নিচে মাটি খুঁড়ে তারে হাত দিয়েছেন। সেখানে হাত দেওয়ার কারণেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।’
ধারণা করা হচ্ছে, ল্যাম্পপোস্টের তার চুরি করতে গিয়েছিলেন আবু বক্কর। কারণ সিটি করপোরেশনের ল্যাম্পপোস্টের তার প্রায়ই চুরি হয়ে যায়।
বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মোবাশ্বির শ্রাবণ/এসআর/জেআইএম