পঞ্চগড়ে ধর্ষণের দায়ে বাবার আমৃত্যু কারাদণ্ড
পঞ্চগড়ে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা সাইফুল ইসলামকে (৪৯) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৩০ জুন) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বিএম তারিকুল কবির এ আদেশ দেন।
সাইফুলের বাড়ি উপজেলা সদরের কামাত কাজলদিঘী ইউনিয়নের সিপাইপাড়ায়।
মামলার এজাহার সূত্র জানায়, ধর্ষণের শিকার তরুণীর পাঁচ ভাই-বোনের বাবা সাইফুল ইসলাম। তিনি দ্বিতীয় বিয়ে করায় গত বছরের আগস্টে সাইফুলের সঙ্গে তরুণীর মায়ের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে ওই তরুণীসহ ছোট দুই ছেলেকে নিয়ে তাদের মা-বাবার বাড়িতে থাকতেন। গত বছরের ২১ সেপ্টেম্বর তরুণীর চাচাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে বাবা সাইফুলের বাড়িতে যায় সে। বিয়ের তিনদিন পর ছোট মা বাইরে থাকার সুযোগে সাইফুল তার ঘরেই ঘুমন্ত মেয়েকে ধর্ষণ করে।
পরে তাকে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন তিনি। এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে তরুণী। এ ঘটনায় ১৮ নভেম্বর তরুণীর মা বাদী হয়ে সদর থানায় ধর্ষণ মামলাটি দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক শামছুজ্জোহা সরকার গত ২৮ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আসামিপক্ষের আইনজীবী আহসান উল্লাহ আল হাবিব লাবু বলেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
সফিকুল আলম/আরএইচ/জেআইএম