ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শত কোটি টাকা আত্মসাৎ করে ভারতে পালানো প্রাণনাথ অবশেষে গ্রেফতার

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৭:৫১ পিএম, ২৯ জুন ২০২৪

শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাতক্ষীরার প্রগতি সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটির নির্বাহী পরিচালক প্রাণনাথ দাসকে (৪৬) আটক করেছে পুলিশ।

শনিবার (২৯ জুন) ভোররাতে সদরের পুরাতন সাতক্ষীরা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটকের খবর পেয়ে শত শত গ্রাহক থানা চত্বরে ভিড় করেন।

গ্রেফতার প্রাণনাথ দাস সাতক্ষীরার দেবহাটা উপজেলার টিকেট গ্রামের মৃত জুড়ন দাসের ছেলে।

অভিযোগ রয়েছে, টাকা আত্মসাৎ করে প্রাণনাথ দাস সপরিবারে ভারতে পালিয়ে যান। সেখানে পশ্চিমবঙ্গের গোয়েন্দা পুলিশের হাতে আটক হন তিনি। দীর্ঘ তিন মাস জেল খাটার পর কয়েক দিন আগে দেশে ফেরেন।

বিভিন্ন সূত্র জানায়, প্রাণনাথ দাস ২০০২ সালে রুপালী লাইফ ইন্সুরেন্স নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে জেলা ও জেলার বাইরে বেশ কিছু মানুষের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করেন।

এরপর ২০১২ সালে ১২১ নম্বর সমবায় রেজিস্ট্রেশন মূলে প্রগতি সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটি খোলেন প্রাণনাথ দাশ। সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিজের স্ত্রী ইতি রানী বিশ্বাস, সাধারণ সম্পাদক হিসেবে বড় ভাই বিশ্বনাথ দাশকে নিযুক্ত করেন। এরপর গত ১০ বছরে ডিপিএস ও ফিক্সড ডিপোজিটের মাধ্যমে শত শত গ্রাহকের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন।

প্রাণনাথ দাশ পুরাতন সাতক্ষীরায় বাড়িসহ গাভায় চার বিঘা জমি, সদুরডাঙিতে দুটি বাড়ি, বুধহাটায় দুটি অফিস, মুন্সিপাড়ায় চার শতক জমি ও পুরাতন সাতক্ষীরায় দুটি শোরুম খোলেন। তিনি কুলিয়া ইউপি নির্বাচনেও অংশগ্রহণ করেছিলেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিদুল ইসলাম বলেন, গ্রাহকের শত কোটি টাকা নিয়ে পলাতক প্রাণনাথকে আটক করা হয়েছে। আমাদের কাছে তার বিরুদ্ধে অভিযোগ আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আহসানুর রহমান রাজীব/জেডএইচ/জেআইএম