রাজবাড়ীতে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু
রাজবাড়ীতে সাপের কামড়ে সুবিতা রানী দাস (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যায় রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।
সুবিতা কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের ধুবারিয়া গ্রামের ধিরেন্দ্রনাথ দাসের স্ত্রী।
সুবিতা রানী দাসের নাতি অন্তর কুমার দাস বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির টিউবওয়েলে বাসন ধুচ্ছিলেন সুবিতা রানী দাস। ওই সময় হঠাৎ একটি গোখরা সাপ তার ডান হাতে কামড় দেয়। পরিবারের সদস্যরা ওই সময়ই তার হাতে বাঁধন দিয়ে ৬টা ২০ মিনিটে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। হাসপাতালে নিয়ে আসার পরপরই চিকিৎসকরা অ্যান্টিভেনম না দিয়েই রোগীর অবস্থা দেখার জন্য হাতের বাঁধন খুলে দেন। এর প্রায় ৫০ মিনিট পর ৭টা ১০ মিনিটে রোগীর মৃত্যু হয়। চিকিৎসকের অবহেলার কারণে তার দাদির মৃত্যু হয়েছে।
রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন জানান, রোগী আসার পর হাসপাতালের মেডিকেল কনসালটেন্ট শামীম আহসান রোগী দেখেন এবং পর্যবেক্ষণে রাখেন। পর্যবেক্ষণে রাখা অবস্থায় রোগীর মৃত্যু হয়।
রুবেলুর রহমান/এফএ/এএসএম