ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সুনামগঞ্জ

তলিয়ে গেছে ১২০০ হেক্টর ফসল, ভেসে গেছে ৮ হাজার পুকুরের মাছ

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ২৩ জুন ২০২৪

কমতে শুরু করেছে সুনামগঞ্জের বিভিন্ন নদ-নদীর পানি। বন্যার পানিতে জেলার প্রায় ৮ হাজার পুকুরের ৪ হাজার মেট্রিক টন মাছ ভেসে গেছে। তালিয়ে গেছে এক হাজার ৭০০ হেক্টর আউস ধান। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫০০ হেক্টর সবজি।

এর আগে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের ২৬ নদ-নদীর পানি বাড়তে থাকে। এতে ডুবে যায় সদর, তাহিরপুর, দোয়ারাবাজার, ছাতক ও মধ্যনগর উপজেলাসহ নিম্নাঞ্চল। এতে পানিবন্দি হয়ে পড়েন এসব এলাকার প্রায় সাড়ে ৬ লাখ মানুষ। বাড়িঘর ছেড়ে অনেকে ছুটেন আশ্রয়কেন্দ্রে। তবে শুক্রবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত বৃষ্টিপাত না হওয়ায় পানি কমতে শুরু করেছে।

পানিউন্নয়ন বোর্ডের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় জেলার প্রায় সব নদ-নদীর পানি কমেছে। বিশেষ করে সুরমা নদীর পানি ২৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তলিয়ে গেছে ১২০০ হেক্টর ফসল, ভেসে গেছে ৮ হাজার পুকুরের মাছ

ফরিদা বেগম নামের এক নারী বলেন, প্রতিবছর সুনামগঞ্জে বন্যা দেখা দেয়। এতে আমাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু সরকার যে সহায়তা দেয় সেটা খুব অল্প।

তলিয়ে গেছে ১২০০ হেক্টর ফসল, ভেসে গেছে ৮ হাজার পুকুরের মাছ

ভোগান্তিতে পড়া জয় আহমেদ বলেন, আশ্রয়কেন্দ্র থেকে বসতভিটায় এসেছি। ঘরবাড়ির অবস্থা খুব খারাপ।

তলিয়ে গেছে ১২০০ হেক্টর ফসল, ভেসে গেছে ৮ হাজার পুকুরের মাছ

এ বিষয়ে জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী বলেন, কতগুলো ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সে তালিকা প্রস্তুত করা হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের সবধরনের সহায়তা করা হবে।

লিপসন আহমেদ/আরএইচ/জেআইএম