ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বন্যায় ডুবে আছে ‘চর বালা ডোবা’, দুর্ভোগ চরমে

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ২১ জুন ২০২৪

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের একটি গ্রাম ‘চর বালা ডোবা’। এ গ্রামে শতাধিক পরিবারের বসবাস। সম্প্রতি বন্যায় ডুবে আছে গ্রামটি। এতে ঘরবাড়ি, গবাদিপশু নিয়ে মানুষের দুর্ভোগের শেষ নেই।

নিম্নাঞ্চল হওয়ায় গত সাতদিন ধরে পানির মধ্যে বসবাস করছেন এ এলাকার মানুষজন। এখন পর্যন্ত সরকারি-বেসরকারিভাবে কোনো সহায়তা পাননি বলে অভিযোগ এলাকাবাসীর।

বন্যায় ডুবে আছে ‘চর বালা ডোবা’, দুর্ভোগ চরমে

বেগমগঞ্জ ইউনিয়নের চার কিলোমিটার দূরে ‘চর বালা ডোবা’ গ্রামের অবস্থান। চারপাশে ব্রহ্মপুত্র নদবেষ্টিত এ চরটিতে নৌকা ছাড়া যাওয়ার উপায় নেই।

সরেজমিন দেখা গেছে, জলাবদ্ধতার মধ্যেই দিন কাটাচ্ছেন বাসিন্দারা। অনেকে ঘরবাড়ি তালা দিয়ে আশ্রয়কেন্দ্র ও স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। যারা আছেন তাদের কষ্টের সীমা নেই। ঘরে-বাইরে পানি। খাটের মধ্যে একদিকে চুলা, অন্যদিকে কোনোরকম থাকার ব্যবস্থা করে দিন কাটাচ্ছেন তারা। গবাদিপশু নিয়ে পড়েছেন চরম বিপাকে।

বন্যায় ডুবে আছে ‘চর বালা ডোবা’, দুর্ভোগ চরমে

কথা হয় জিন্নাত আলী-রঙমালা দম্পতির সঙ্গে। তারা জাগো নিউজকে বলেন, ‘গত সাতদিন ধরে হামার (আমার) ঘরে পানি। খাওয়ার কষ্ট। একবেলা রান্না করে দুবেলা খাওয়া ছাড়া উপায় নাই। কোথাও যাওয়ার উপায় নাই। গরু-বাছুর নিয়ে খুব বিপদে আছি।’

নুরনাহার বেগম আরেকজন বলেন, ‘এ চরে সবাই খুব কষ্টে আছি। চেয়ারম্যান-মেম্বার এখন পর্যন্ত হামারগুলার (আমাদের) কোনো খোঁজ নেয় নাই। পানি বাড়তেছেই। এমন পানি বাড়লে বাচ্চা-কাচ্ছা নিয়ে কই যামো?’

বন্যায় ডুবে আছে ‘চর বালা ডোবা’, দুর্ভোগ চরমে

জানতে চাইলে বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু মিয়া বলেন, ‘চর বালা ডোবা গ্রামের চারদিকে পানি। ওখানকার পরিবারগুলো খুব কষ্টে আছে। আমরা নদীভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে উপজেলা প্রশাসনের কাছে জমা দিয়েছি। আশা করছি খুব শিগগির চর বালা ডোবা গ্রামের মানুষজন সহযোগিতা পাবেন।’

ফজলুল করিম ফারাজী/এসআর/জিকেএস