ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পুলিশ দেখে পালানোর চেষ্টা, লরির ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশাচালকের

উপজেলা প্রতিনিধি | মিরসরাই (চট্টগ্রাম) | প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ১৯ জুন ২০২৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে হাইওয়ে পুলিশের সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে দুটি অটোরিকশা। এসময় একটি অটোরিকশার সঙ্গে তেলবাহী লরির ধাক্কা লাগলে অটোরিকশার চালক নিহত হন।

বুধবার (১৯ জুন) দুপুর ২টায় সীতাকুণ্ড মগপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশাচালকের নাম মেজবাহ উদ্দিন (৩৮)। তিনি বাড়বকুণ্ড ইউনিয়নের দক্ষিণ মাহমুদাবাদ গ্রামের তেলিপাড়া এলাকার বাসিন্দা।

এসময় আরিফুর রহমান নামের এক যাত্রী আহত হন। তিনি কুমিরা ইউনিয়নের সোনারপাড়া গ্রামের বাসিন্দা।

হাইওয়ে পুলিশের অভিযানে নেতৃত্ব দেন বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ। তিনি বলেন, ঈদের কারণে মহাসড়ক অনেকটাই ফাঁকা। এসময়ে মহাসড়কে অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটে। ঈদুল আজহার দিনও দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কমানোর জন্য বেপরোয়া গাড়ির বিরুদ্ধে স্পিডগান দিয়ে মামলা দিচ্ছিলেন তারা। এসময় দেখা যায়, তেলবাহী লরির সঙ্গে পাল্লা দিয়ে চলছে সিএনজিচালিত দুটি অটোরিকশা। তারা লরিটিকে থামানোর সংকেত দিলে বেপরোয়া গতিতে আসা অটোরিকশা দুটি সড়কেই গাড়ি ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় একটি অটোরিকশাকে ধাক্কা দেয় লরিটি। এতে দুর্ঘটনাটি ঘটে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, আহত চালককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এম মাঈন উদ্দিন/এসআর/জিকেএস