ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাদকবিরোধী শপথ পাঠ করালেন ছাত্রলীগ সভাপতি

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ০৭:৪০ পিএম, ১৯ জুন ২০২৪

‘যে মুখে মা ডাকি, সেই মুখে কখনো মাদক গ্রহণ করবো না’—হাজারো তরুণকে এমন শপথ বাক্য পাঠ করালেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।

বুধবার (১৯ জুন) পঞ্চগড় সদর উপজেলার আমলাহার ডিগ্রি কলেজ মাঠে প্রমীলা ফুটবল প্রীতি ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে মাদকবিরোধী এ শপথ বাক্য পাঠ করান তিনি।

ছাত্রলীগ সভাপতি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট সিটিজেন তৈরি করতে হবে। আর স্মার্ট সিটিজেন হবে মাদকমুক্ত। মাদককে দূরে সরিয়ে তরুণ প্রজন্মকে খেলাধুলায় নিয়ে আসতে হবে। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী স্কুল-কলেজ-মাদরাসায় মানসম্মত লেখাপড়ার ব্যবস্থা করেছেন। শিক্ষার্থীদের হাতে হাতে উপবৃত্তির টাকা পৌঁছে দিচ্ছেন। ল্যাপটপ তুলে দিয়েছেন যেন আমরা ফ্রিল্যান্সিং করতে পারি।’

সাদ্দাম হোসেন বলেন, ‘আমরা তরুণ প্রজন্ম সবাই এক দল করি না কিন্তু আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। তাই সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে।’

হৃদয়ে গ্রাম বাংলা ফাউন্ডেশনের আয়োজনে প্রমীলা ফুটবল প্রীতি ম্যাচে পঞ্চগড়ের টুকু ফুটবল একাডেমি ও দিনাজপুর নারী ফুটবল একাদশ অংশ নেয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা, মাগুরা ইউনিয়নের চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায়, হৃদয়ে গ্রাম বাংলা ফাউন্ডেশনের উপদেষ্টা যাকারিয়া ইবনে ইউসুফ, চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্তি প্রমুখ উপস্থিত ছিলেন।

সফিকুল আলম/এসআর/জিকেএস