ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

একরাতে ৪ ট্রান্সফরমারের কয়েল চুরি, সেচকাজ বন্ধ

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ১২:২৮ পিএম, ১৩ জুন ২০২৪

মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর গ্রামের মাঠ থেকে ৪টি বৈদ্যুতিক ট্রান্সফরমারের কয়েল চুরি হয়েছে। এতে অর্ধশত বিঘা জমির সেচকাজ বন্ধ হয়ে গেছে। বুধবার (১২ জুন) রাতের কোনো এক সময় এই চুরির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রামনগর বাজারের পাশে শহিদুল ইসলামের ইটভাটায় বৈদ্যুতিক সংযোগের জন্য ৩টি এবং শহিদুল ইসলামের সেচ পাম্পের জন্য ১টি ট্রান্সফরমার ছিল। রাতের আঁধারে অজ্ঞাত চোরেরা বৈদ্যুতিক পোল থেকে ট্রান্সফরমার খুলে ফেলে। এরপর ট্রান্সফরমারের উপরের কভার ভেঙে ভেতরে থাকা কয়েল নিয়ে যায়। এতে ইটভাটার যন্ত্রপাতি ও বৈদ্যুতিক সেচ পাম্পের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এতে অর্ধশতাধিক বিঘা জমির সেচ কাজ বন্ধ হয়ে গেছে। পল্লী বিদ্যুত সমিতির নিয়মানুযায়ী ট্রান্সফরমার চুরি হলে নতুন ট্রান্সফরমার স্থাপনের সব খরচ গ্রাহককে বহন করতে হবে। এতে চরম বিপাকে পড়েছেন সেচ পাম্প মালিকরা।

মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির বামন্দী জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার হানিফ রেজা জানান, চুরির ঘটনায় থানায় জিডি করা হচ্ছে।

আসিফ ইকবাল/এফএ/এএসএম