ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হবিগঞ্জে ট্রেনের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

উপজেলা প্রতিনিধি | শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) | প্রকাশিত: ০৪:১০ পিএম, ১২ জুন ২০২৪

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। এসময় চালকসহ আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১২ জুন) দুপুর ১টায় উপজেলার লস্করপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

স্থানীয়রা জানান, চট্রগাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন লস্করপুর রেলগেটে পৌছালে গেটম্যান বাঁশ ফেলে যান চলাচল বন্ধ করে দেন। এসময় শায়েস্তাগঞ্জগামী একটি অটোরিকশা সিগন্যাল অমান্য করে রেললাইনের ওপর উঠে পড়ে। এতে পাহাড়িকা ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার নারী যাত্রী ঘটনাস্থলেই মারা যান। অন্যরা যাত্রীরা গুরুতর আহত হন।

হবিগঞ্জে ট্রেনের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ ফাড়ি ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে হাসাপতালের মর্গে পাঠানো হয়।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মীর সাব্বির আলী জাগো নিউজকে বলেন, রেলগেটে চলাচল বন্ধের পরও অটোরিকশার চালক রেললাইনে ওঠায় এ দুর্ঘটনা ঘটে।

কামরুজ্জামান আল রিয়াদ/এনআইবি/জেআইএম