ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ষাঁড়ের নাম ‘প্রিন্স মামুন’, বিক্রি হবে ১৫ লাখে

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৪:৫২ পিএম, ১০ জুন ২০২৪

মাদারীপুরের একটি খামারে কোরবানির জন্য প্রস্তুত করা একটি ষাঁড়ের নাম রাখা হয়েছে ‘প্রিন্স মামুন’। এর ওজন আনুমানিক ২৫ মণ। দাম হাঁকা হচ্ছে ১৫ লাখ টাকা। ষাঁড়টি দেখতে ভিড় করছেন অনেকে।

মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকার বাসিন্দা আইয়ুব আলী বেপারী। তার একটি খামার আছে। সেই খামারে বড় হচ্ছে ‘প্রিন্স মামুন’ নামের ষাঁড়টি।

ষাঁড়ের নাম ‘প্রিন্স মামুন’, বিক্রি হবে ১৫ লাখে

কুচকুচে কালো রঙের ষাঁড়টির দৈর্ঘ্য ১২ ফুট, প্রস্থ সাড়ে ৬ ফুট। প্রতিদিন তিনবেলা খাবার লাগে প্রায় ২৫ কেজি। তবে খড়, খৈল, ঘাস ও ভুসি খেতেই পছন্দ করে ‘প্রিন্স মামুন’।

মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর এলাকার বাসিন্দা জাহিদ খান বলেন, ‘ষাঁড়টি দেখতে ছুটে এসেছি। খুব পছন্দ হয়েছে। কিন্তু দাম বেশি হওয়ায় কেনার সাহস পাচ্ছি না।’

ষাঁড়ের নাম ‘প্রিন্স মামুন’, বিক্রি হবে ১৫ লাখে

খামারি আইয়ুব আলী বেপারীর ছোট ভাই শামীম হোসেন বেপারী বলেন, সম্পূর্ণ দানাদার খাবার খাইয়ে গরুটিকে লালন-পালন করা হয়েছে। পরিশ্রম অনুযায়ী প্রিন্স মামুনের দাম আশা করছি। ক্রেতারা আসছেন, দাম বলছেন। হয়তো কোরবানির আগেই বিক্রি হয়ে যাবে আমাদের শখের এই প্রিন্স মামুন।

ষাঁড়টির মালিক আইয়ুব আলী বেপারী বলেন, ‘ষাঁড়টি দেখতে খুব সুন্দর। রাজপুত্রের মতো সুন্দর। প্রিন্স মামুনও সুন্দর। তাই টিকটকার প্রিন্স মামুনের নামে এর নাম রাখা হয়েছে। ১৫ লাখ টাকা দাম পেলে বিক্রি করে দেবো।’

আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/জিকেএস