ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেহেরপুর

কাজলা নদীর অবৈধ বাঁধ অপসারণ দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ০৬ জুন ২০২৪

মেহেরপুরের কাজলা নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষের প্রতিবাদে মানববন্ধন করেছেন নদী সংলগ্ন তিন গ্রামের সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (৬ জুন) বেলা ১১টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আশাদুল ইসলাম নেতৃত্ব দেন। রাজনৈতিক নেতারা, জেলে সম্প্রদায়সহ সাধারণ মানুষ এতে অংশ নেন।

এসময় বক্তারা বলেন, কাজলা নদী সংলগ্ন টুপলা ও নেংড়ো বিলের মাছ চাষের আড়ালে নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে প্রবাহিত স্রোত বাধাগ্রস্ত করা হচ্ছে। এর ফলে বিভিন্ন সময় পানি প্রবাহ বিঘ্নিত হয়ে আশপাশের ফসলি জমি নষ্ট করছে। এজন্য নদী বাঁচাতে ও ফসলি জমি রক্ষায় অবৈধ বাঁধ অপসারণ করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি করা হয়।

পরে জেলা প্রশাসক বরাবর স্থানীয়দের দাবি বাস্তবায়নে একটি স্মারকলিপি দেওয়া হয়। কর্মসূচিতে সদর উপজেলার কাঠালপোতা, সোনাপুর ও টঙ্গী গ্রামের প্রায় সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।

আসিফ ইকবাল/এনআইবি/জেআইএম