ময়মনসিংহে সেপটিক ট্যাংকে পড়ে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু
ময়মনসিংহের হালুয়াঘাটে সেপটিক ট্যাংকে পড়ে আব্দুর রহমান (৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৩ জুন) দুপুর দুইটার দিকে উপজেলার বড়বন মাদরাসায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান উপজেলার আকনপাড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, দুপুর দুইটার দিকে ওই মাদরাসার শিক্ষার্থী আব্দুর রহমান খেলতে গিয়ে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে যায়। এসময় শিশুটির সহপাঠীরা মাদরাসা শিক্ষকদের বিষয়টি জানায়। পরে স্থানীয় দুই ব্যক্তি ওই সেপটিক ট্যাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন।
এ নিয়ে স্থানীয়দের সঙ্গে মাদরাসা কর্তৃপক্ষের উত্তেজনা সৃষ্টি হলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি মো. মাহবুবুল হক বলেন, নিহত শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মঞ্জুরুল ইসলাম/কেএসআর