ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জেনারেটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসার শিক্ষকের মৃত্যু

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ০১ জুন ২০২৪

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জেনারেটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাওলানা মো. ইসরাফিল (৪০) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

শনিবার (১ জুন) সকালে উপজেলার সদর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড নাগড়াপাড়া কওমী মহিলা মাদরাসায় এ ঘটনা ঘটে।

নিহত মাওলানা মো. ইসরাফিল নাগড়াপাড়া এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল বাতেনের ছেলে। তিনি নাগড়াপাড়া কওমী মহিলা মাদরাসার প্রধান শিক্ষক ছিলেন। ইসরাফিলের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, মাদরাসায় জেনারেটরের লাইন চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন ইসরাফিল। পরে মাদরাসার লোকজন তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জাগো নিউজকে বলেন, মাদরাসায় জেনারেটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজন মারা গেছেন। কোনো অভিযোগ না থাকায় পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/এনআইবি/জেআইএম