ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিজয়ী প্রার্থীর বাসার সামনে পরাজিতদের অস্ত্রের মহড়া

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ১০:৫৬ এএম, ০১ জুন ২০২৪

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাহবুবে সোবাহান শেখের বাসার সামনে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

বৃহস্পতিবার (৩০ মে) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার মনিরামপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভাইস-চেয়ারম্যান পদে বিজয়ী মাহবুবে সোবাহান শেখের বাসার সামনে পরাজিত মারুফ হোসেন সুনামের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে এ মহড়া দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

খোঁজ নিয়ে জানা যায়, পরাজিত প্রার্থী সুনামের সমর্থক পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল-মামুনের নেতৃত্বে মাহবুবে সোবাহানকে ভয় দেখানোর জন্য এ অস্ত্রের মহড়া দেওয়া হয়। এর আগে অস্ত্র নিয়ে মোটরসাইকেলেও শোডাউন করেন তারা।

জয়ী ভাইস চেয়ারম্যান মাহবুবে সোবাহান শেখ জাগো নিউজকে বলেন, আমার সমর্থকদের সঙ্গে দেখা করে বাসায় বিশ্রাম নিচ্ছিলাম। কিছুক্ষণ পর শুনি বাইরে বেশ আওয়াজ হচ্ছে। এরপর দেখি আমার বাসায় প্রবেশের মেইন রাস্তায় পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা আল-মামুন ও সাবেক মেয়রের ছেলে সবুজ ইসলামের নেতৃত্বে অস্ত্রের মহড়া দেওয়া হচ্ছে। এ সময় আমাকে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেওয়া হয়। পরে আমার প্রতিবেশীরা এগিয়ে এলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

তিনি বলেন, বিষয়টি আমি তাৎক্ষণিক পুলিশকে জানিয়েছি। তবে যারা এ ঘটনা ঘটিয়েছে তারা প্রত্যেকেই আমার নিকটম প্রতিদ্বন্দ্বী মারুফ হোসেন সুনামের সমর্থক।

এ বিষয়ে পরাজিত ভাইস-চেয়ারম্যান প্রার্থী মারুফ হোসেন সুনামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে ব্যস্ত আছেন বলে ফোনকল কেটে দেন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জাগো নিউজকে বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। এটি খতিয়ে দেখা হচ্ছে।

এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) কামরুজ্জামান জাগো নিউজকে বলেন, বিজয়ী প্রার্থীর বাসার সামনে যারা অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এম এ মালেক/এফএ/এমএস