ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শিশু ধর্ষণ মামলায় যুবককে আমৃত্যু কারাদণ্ড

জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি | প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ২৮ মে ২০২৪

রাঙ্গামাটিতে শিশু ধর্ষণ মামলায় মো. মোজাম্মেল হক (৪০) নামে এক যুবককে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টায় এ রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ ই এম ইসমাইল হোসেন এ রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে রাঙ্গামাটির রিজার্ভ বাজার এলাকার পুরানবস্তি পাড়ায় ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া এক মাদরাসাছাত্রী (১৩) ধর্ষণের শিকার হয়। আসামি মো. মোজাম্মেল হক কৌশলে শিশুটিকে নিজ ঘরে ডেকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে স্থানীয়রা ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করেন। একই সঙ্গে আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করে।

শিশু ধর্ষণ মামলায় যুবককে আমৃত্যু কারাদণ্ড

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে আসামির বিরুদ্ধে রাঙ্গামাটি কোতয়ালী থানায় মামলা করেন। ২০১৯ সালে রাঙ্গামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলাটি আমলে নেয়।

এ বিষয়ে আদালতের রাষ্ট্রপক্ষের অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম অভি জাগো নিউজকে বলেন, আসামিকে নব্বই দিনের মধ্যে ক্ষতিগ্রস্তকে জরিমানার অর্থ জমা দানের নিদের্শ দিয়েছেন আদালত। এ অর্থ ক্ষতিগ্রস্ত শিশুটি ক্ষতিপূরণ হিসেবে পাবে। আসামি যদি এ ক্ষতিপূরণের টাকা দিতে ব্যর্থ হয়। তাহলে আসামির মালিকাধীন স্থাবর বা অস্থাবর সম্পত্তি ক্রোক ও নিলাম করে সে অর্থ ক্ষতিগ্রস্তকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে।

অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী মো. আহমেদ অসন্তোষ প্রকাশ করে এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানান।

সাইফুল উদ্দীন/এনআইবি/এমএস