ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সৈয়দপুরে বিমানবন্দর

চাকার ত্রুটিতে বিকল বিমান, ফ্লাইট ওঠানামা বন্ধ

জেলা প্রতিনিধি | নীলফামারী | প্রকাশিত: ০২:২০ পিএম, ২৮ মে ২০২৪

সৈয়দপুর বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণের পর যান্ত্রীক ত্রুটি দেখা দিয়েছে। ফলে মঙ্গলবার (২৮) সকাল থেকে দুপুর পর্যন্ত সব ধরনের ফ্লাইট চলাল বন্ধ রয়েছে।

সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি রানওয়ের দক্ষিণ দিক থেকে উত্তরে যাওয়ার সময় নোসহুইলে (সামনের চাকা) ত্রুটি দেখা দেয়। এ সময় বিমানটি থেমে গেলে অল্পের জন্য বিমানের যাত্রীরা দুর্ঘটনা থেকে রক্ষা পান।

সৈয়দপুরে বিমানবন্দর, চাকার ত্রুটিতে বিকল বিমান, ফ্লাইট ওঠানামা বন্ধ

বাংলাদেশ বিমানের জেলা ব্যবস্থাপক ফয়সাল কবীর জানান, টেকনিশিয়ানদের চেষ্টায় দ্রুত ত্রুটি সারানোর কাজ চলছে।

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ জাগো নিউজকে বলেন, বাংলাদেশ বিমানের ওই ফ্লাইট ত্রুটির কারণে রানওয়েতে রয়েছে। ফলে সকাল থেকে কোনো বিমান উঠানামা করতে পারছে না। আমরা দ্রুত মেরামতের চেষ্টা করছি। আশা করছি অল্প সময়ে মধ্যে কাজ হবে।

ইব্রাহিম সুজন/এএইচ/জেআইএম