ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুর মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক শরিফুল, সচিব টিটু

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ২৭ মে ২০২৪

জাতীয় পার্টি গাজীপুর মহানগর শাখার নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মো. শরিফুল ইসলামকে আহ্বায়ক এবং শেখ মো. মাসুদুল আলম টিটুকে সদস্য সচিব করা হয়েছে।

সোমবার (২৭ মে) মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে বর্ধিত সভায় এ কমিটি গঠন করা হয়।

এ বিষয়ে শরিফুল ইসলাম জাগো নিউজকে জানান, জাতীয় পার্টি গাজীপুর মহানগর শাখার বর্ধিত সভায় উপস্থিত কেন্দ্রীয় প্রতিনিধি দলের সুপারিশের ভিত্তিতে দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের নতুন আহবায়ক কমিটি অনুমোদন করেছেন।

এছাড়া কেন্দ্র থেকে মেয়াদোত্তীর্ণ সকল থানা কমিটির সম্মেলন সম্পন্ন করে আগামী তিন মাসের মধ্যে গাজীপুর মহানগরীর সম্মেলন করতে বলা হয়েছে।

মোঃ আমিনুল ইসলাম/এনআইবি/এমএস