ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

এমপি আনার হত্যা

মাস্টারমাইন্ড শাহীনের বাগানবাড়িতে মাঝরাতে বাজতো গান, ঢুকতো গাড়ি

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ১০:২৯ পিএম, ২৩ মে ২০২৪

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা শহর থেকে সাড়ে পাঁচ কিলোমিটার দূরে এলাঙ্গী গ্রামের নির্জন মাঠ। মাঠ পেরিয়ে চার পাশে জঙ্গল, কাঁটাতার ও ফুলে ঘেরা বেড়া। ভেতরের আমবাগানের এক প্রান্তে বিলাসবহুল দ্বিতল বাড়ি, যা দূর থেকে দেখে বোঝার উপায় নেই। বাড়ির দ্বিতীয় তলার অধিকাংশ স্থানই কাঁচঘেরা। ঝুলছে বড় বড় পর্দা। অপর প্রান্তে দেখা যায়, একটি টিনশেড। যার সামনে ছাউনির নিচে রাখা আছে সাদা রঙের গাড়ি। প্রায় চার বছর আগে এ বাংলো বাড়িটি গড়ে তুলেছিলেন এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার মাস্টারমাইন্ড হিসেবে চিহ্নিত বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক আক্তারুজ্জামান শাহীন।

জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে গ্রামে এলে তিনি এই বাড়িতেই থাকতেন। তবে বাড়ির ভেতরে কী হতো, সেটি কখনো দেখতে পারেননি তাঁরা। তবে মাঝেমধ্যেই রাতের বেলায় বড় বড় গাড়ি ঢুকতো সেখানে। বেজে উঠতো গান। তবে থানা-পুলিশ কিংবা আইনের ভয়ে কেউই কখনো মুখ খোলেননি।

কোটচাঁদপুর উপজেলা ও এলাঙ্গী গ্রাম ঘুরে জানা যায়, শাহীনের বাবা আসাদুজ্জামান। তিনি আড়তদারি ব্যবসা এবং কৃষিকাজ করতেন। তার তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে বড় ছেলে সহিদুজ্জামান সেলিম থাকেন কোটচাঁদপুর শহরের বাজারপাড়ার বাড়িতে। তিনি ব্যবসা করেন এবং তিনি কোটচাঁদপুর পৌরসভার মেয়র। আরেক ছেলে মনিরুজ্জামান মনির ১৯৮৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরে থাকেন, পেশায় ইঞ্জিনিয়ার। মেয়ে খুকু থাকেন কখনো কানাডা, আবার কখনো ঢাকায়। ছোট ছেলে আক্তারুজ্জামান শাহীন থাকেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। তিনি পেশায় ব্যবসায়ী। অপর মেয়ে এলিন থাকে ঢাকায়।

আক্তারুজ্জামান শাহীন এলাকার কোটচাঁদপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং কে এম এইচ কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে চট্টগ্রাম মেরিন একাডেমি থেকে লেখাপড়া শেষে দুই বছর পড়াশোনা করে জাহাজে চাকরি নেন। চাকরির দুই বছরের মাথায় ‘ওপি ওয়ান’ নামের লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ পান। এরপর থেকে সেখানে বসবাস করেন তিনি, সেখানকার নাগরিকও।

তবে তিনি কত সালে যুক্তরাষ্ট্রে যান তা নিশ্চিত করে জানাতে পারেনি তার বড় ভাই। যুক্তরাষ্ট্রে থাকার সুবাদে জড়িত হন নানা ব্যবসার সঙ্গে। বিভিন্ন ধরনের মালামাল বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্রে আমদানি-রপ্তানি করতেন তিনি। এসব দেশে তার যাতায়াতও ছিল। গেলো পৌরসভা নির্বাচনের সময় ভাইয়ের পক্ষে (সহিদুজ্জামান সেলিম) ভোটের আগে-পরে কয়েকদিন বেশ সক্রিয় ছিলেন শাহীন।

গেলো ৪ বছর আগে কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামে নিজের ও পরিবারের প্রায় (বেশির ভাগ জমির অংশ শাহীনের) ৩০ বিঘা জমিতে গড়ে তোলেন বাংলো, দ্বিতল বিশিষ্ট বিলাসবহুল বাড়ি। এলাকায় এলে সেখানেই থাকতেন। এ জমি একসময় ইটের ভাটা হিসেবে ব্যবহার করা হতো। পরে ভাটা বন্ধ হলে পারিবারিকভাবে জমির অংশ পান তিনি। এ বাংলোর ভেতরে রয়েছে পুকুর, গরুর খামার। রিসোর্ট হিসেবেও এটিকে রূপান্তরের পরিকল্পনা ছিল তার।

বৃহস্পতিবার কোটচাঁদপুর শহরের বাজারপাড়ার বাসায় কথা হয় শাহীনের বড় ভাই পৌর মেয়র সহিদুজ্জামান সেলিমের সঙ্গে। তিনি বলেন, শাহীনের সঙ্গে সর্বশেষ ছয়দিন আগে কথা হয় হোয়াটসঅ্যাপে। পারিবারিক খোঁজখবর। তবে শাহীন তখন কোনো দেশে ছিলেন তা জানি না। শাহীনের স্ত্রী সন্তানরা মাঝেমধ্যে বেড়াতে আসেন। শাহীন এলাঙ্গীতে বাংলো বাড়ি করার পর আমার বাড়িতেও থাকে না। সর্বশেষ ৬ মাস আগে থেকেছে একরাত।

তিনি আর বলেন, শাহীন এত বড় একটি ঘটনা ঘটাবে এটা বিশ্বাস হয়নি আমাদের। প্রশাসনের উচিত সঠিক তদন্ত করা। যদি ভাই দোষী হয় তাহলে প্রচলিত আইনে তাকে শাস্তি দেওয়া হোক, এটা আমরা চাই। এমপি আনারের সঙ্গে তার একটা পারিবারিক ও ব্যবসায়িক সম্পর্ক ছিল। যেটা আমি জানতে পেরেছি গত ৫/৬ বছর আগে। তবে, কি ব্যবসা ছিল তা আমরা কখনো জানতে পারিনি।

এদিকে, শাহীনের এলাঙ্গী গ্রামের বাগানবাড়িতে গিয়ে দেখা যায় গেট তালাবদ্ধ। পাওয়া যায়নি বাড়ির দারোয়ানকেও। তবে সেখান থেকে সফিউদ্দিন নামের এক ব্যক্তি বলেন, লোকজন আসে গেটের ভেতরে ঢোকে। মাঝে মাঝে রাতে গান-বাজনা হয়, মাইক বাজে। প্রায়ই মাইক্রোবাসসহ এ জাতীয় গাড়ি ভেতরে ঢোকে, কেউ মোটরসাইকেলও ঢোকে। দিনরাত সবসময়ই এ ধরনের মানুষের আসা-যাওয়া করেন।

অন্যদিকে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় শোকাহত নেতাকর্মী ও স্বজন এবং শুভাকাঙ্ক্ষীরা। বৃহস্পতিবার কালীগঞ্জ শহরে তার বাড়ির সামনে ভিড় করেন নেতাকর্মীরা। তারা জানার চেষ্টা করছেন, কবে নাগাদ এমপির মরদেহ পাওয়া যাবে, কবেই বা হত্যার প্রকৃত অপরাধীরা আইনের আওতায় আসবে। এমনই নানা প্রশ্ন নিয়ে একে অপরের সঙ্গে আলোচনা করছেন। তবে প্রথমদিনের তুলনায় নেতাকর্মী ও অন্যদের উপস্থিতি ছিল তুলনামূলক কম।

এমপি আনার এলাকায় খুবই জনপ্রিয় ছিলেন। যে কেউ বিপদে পড়লে ছুটে যেতেন তিনি। দিতেন সহযোগিতার হাত বাড়িয়ে। তার কাছে আসতে নির্বাচনী এলাকার কাউকেই অনুমতি নিতে হয় না।

সকালে এমপির মৃত্যুর খবরে তার বাড়ির সামনে এসে সন্তানকে সঙ্গে নিয়ে কাঁদছিলেন খামারাইল গ্রামের গৃহিণী ফরিদা বেগম। সেসময় তিনি বলছিলেন, আমার ছেলে যখন পেটে ছিল তখন টাকার অভাবে সিজার করাতে পারছিলাম না। খুবই অসুস্থ ছিলাম। তখন খবর পেয়ে এমপি নিজে টাকা দিয়ে আমার চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন। পরে টাকাও দিয়েছেন বাড়িতে ঘর করার জন্য। আমাদের এমন ভালো এমপিকে কেন মারা হলো, এর বিচার চাই।

এদিকে ৫ কোটি টাকার বিনিময়ে এমপি আনারকে হত্যার পরিকল্পনাকারী ঝিনাইদহের কোটচাঁদপুরের বাসিন্দা ও আমেরিকার নাগরিক আক্তারুজ্জামান শাহীনসহ হত্যার পেছনে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন রাজনৈতিক সহকর্মীরা।

কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান মিঠু মালিথা বলেন, আমরা এমপি হত্যার বিচার চাই। শুধু শাহীনের দ্বারা হয়তো এমনটি হয়নি। এর পেছনে আরও অনেকেই জড়িত আছে, তাদের খুঁজে বের করুক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উপজেলা যুবলীগের সহ-সভাপতি তরিকুল ইসলাম তুহিন বলেন, এমপির মরদেহ টুকরো টুকরো করে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। দেখলাম, জানলাম ৬ জন ধরা পড়েছে। এদের আড়ালে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। যে যাওয়ার সে চলে গেছে, কিন্তু আমাদের প্রিয় নেতা আনারের মরদেহটা শেষবারের মতো দেখতে চাই।

আব্দুল্লাহ আল মাসুদ/এমএএইচ/এমআরএম

টাইমলাইন

  1. ০৬:৩২ পিএম, ১৩ জুলাই ২০২৪ আসামিরা জবানবন্দি প্রত্যাহার করলেও তদন্ত বাধাগ্রস্ত হবে না: হারুন
  2. ০৬:০৮ পিএম, ০৬ জুলাই ২০২৪ ডিএনএর জন্য চিঠি এসেছে, স্যাম্পল দিতে শিগগির কলকাতায় যাবো: ডরিন
  3. ০৭:৪১ পিএম, ০৫ জুলাই ২০২৪ চাপাতি-ক্লোরোফর্ম সরবরাহকারী শাহীনের এপিএস পিন্টু নজরদারিতে
  4. ০৪:২৯ পিএম, ০৪ জুলাই ২০২৪ এমপি আনার হত্যা: গ্যাস বাবুসহ তিনজনের জবানবন্দি প্রত্যাহারে আবেদন
  5. ০৪:০৮ পিএম, ০৪ জুলাই ২০২৪ এমপি আনার হত্যা নিয়ে ভিডিও বার্তায় যা বললেন ডিবিপ্রধান
  6. ০৩:২৪ পিএম, ২৭ জুন ২০২৪ এমপি আনার হত্যা: ৬ দিনের রিমান্ডে ফয়সাল-মোস্তাফিজুর
  7. ০৫:১২ পিএম, ২৬ জুন ২০২৪ খাগড়াছড়ির দুর্গম পাহাড় থেকে দুই আসামি গ্রেফতার
  8. ০৬:১৮ পিএম, ২৪ জুন ২০২৪ গ্যাস বাবুকে নিয়ে ঝিনাইদহে মোবাইল ফোন উদ্ধার অভিযান চালাবে ডিবি
  9. ০২:৫৭ পিএম, ১৬ জুন ২০২৪ এমপি আনার হত্যায় সামনে আসছে রাজনৈতিক দ্বন্দ্ব
  10. ০৪:১৪ পিএম, ১৫ জুন ২০২৪ চাপ নেই, পুলিশকে স্বাধীনভাবে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে
  11. ০৯:৪১ এএম, ১৫ জুন ২০২৪ এমপি আনারের আসনে নৌকার টিকিট পেতে দৌড়ঝাঁপ
  12. ০৮:০৪ পিএম, ১৩ জুন ২০২৪ সংসদ নির্বাচনে মনোনয়ন চাওয়াটাই কাল হয়েছে, দাবি মিন্টুর
  13. ০৫:১১ পিএম, ১৩ জুন ২০২৪ মিন্টুকে জিজ্ঞাসাবাদে বিভিন্ন বিষয় জানতে চাওয়া হবে: হারুন
  14. ০৩:২১ পিএম, ১৩ জুন ২০২৪ আওয়ামী লীগ নেতা মিন্টু ৮ দিনের রিমান্ডে
  15. ০২:০৮ পিএম, ১৩ জুন ২০২৪ আদালতে আওয়ামী লীগ নেতা মিন্টু, ১০ দিনের রিমান্ড আবেদন
  16. ০১:৫৯ পিএম, ১৩ জুন ২০২৪ সাইদুল করিম মিন্টুকে গ্রেফতার দেখালো ডিবি
  17. ০৬:১৮ পিএম, ১১ জুন ২০২৪ ভবিষ্যতে রাজনীতি করবো: ডরিন
  18. ১২:৫৫ পিএম, ১১ জুন ২০২৪ এমপি আনার চোরাচালানে যুক্ত ছিল, কখনোই বলিনি: স্বরাষ্ট্রমন্ত্রী
  19. ০৪:৫৯ পিএম, ১০ জুন ২০২৪ শিমুল ভূঁইয়া-তানভীরের জামিন নামঞ্জুর
  20. ০৪:৫৫ পিএম, ১০ জুন ২০২৪ আনারের মরদেহ শনাক্ত হলে অনেক কিছুই প্রকাশ করতে পারবো
  21. ০৩:২৮ পিএম, ১০ জুন ২০২৪ সঞ্জীবা গার্ডেনসের সেপটিক ট্যাংকে পাওয়া মাংসের টুকরো মানুষের
  22. ১২:২৮ পিএম, ১০ জুন ২০২৪ শাহীন যুক্তরাষ্ট্রে, বাংলোবাড়ির পাহারায় জার্মান শেফার্ড
  23. ০৪:৪৫ পিএম, ০৯ জুন ২০২৪ এমপি আজীম হত্যার বিচার কোন দেশে?
  24. ১১:৩৫ এএম, ০৯ জুন ২০২৪ কলকাতার বাগজোলা খাল থেকে হাড় উদ্ধার
  25. ০৩:৫৯ পিএম, ০৮ জুন ২০২৪ ১৪ দিনের সিআইডি হেফাজতে সিয়াম
  26. ১২:২২ পিএম, ০৭ জুন ২০২৪ নেপালে গ্রেফতার সিয়ামকে জিজ্ঞাসাবাদ করছে কলকাতার সিআইডি
  27. ০৮:১৩ পিএম, ০৫ জুন ২০২৪ এমপি আনারকে হত্যার পর হাড়-মাংস আলাদা করেন শিমুল ভূঁইয়া
  28. ০৫:৫৯ পিএম, ০৫ জুন ২০২৪ ডিএনএ টেস্ট ছাড়া বলা যাবে না মরদেহের খণ্ডাংশ এমপি আনারের
  29. ০৫:৫২ পিএম, ০৫ জুন ২০২৪ এমপি আনার হত্যা: সিলিস্তি, তানভীরের পর শিমুলের দায় স্বীকার
  30. ০৭:৩১ পিএম, ০৪ জুন ২০২৪ এমপি আনারকে প্রলুব্ধ করে কলকাতায় নিয়ে যান তানভীর
  31. ০৬:০৬ পিএম, ০৪ জুন ২০২৪ যুক্তরাষ্ট্র থেকে শাহীনকেও ফিরিয়ে আনার ব্যবস্থা করবো
  32. ০৯:১৮ পিএম, ০৩ জুন ২০২৪ এবার নৌ ও উপকূলরক্ষী বাহিনীর অভিযানেও মিললো না দেহাংশ
  33. ০৭:৪৮ পিএম, ০৩ জুন ২০২৪ এমপি আনার হত্যা: দায় স্বীকার করে সিলিস্তির জবানবন্দি
  34. ০৭:৪১ পিএম, ০৩ জুন ২০২৪ আক্তারুজ্জামানসহ ১০ জনের ব্যাংক হিসাবের তথ্য দিতে নির্দেশ
  35. ০৪:৪৪ পিএম, ০৩ জুন ২০২৪ দেহাংশ খুঁজতে সাহায্য নেওয়া হবে ভারতীয় নৌ-উপকূলরক্ষী বাহিনীর
  36. ০৭:৫৬ পিএম, ০১ জুন ২০২৪ এমপি আনার হত্যা মামলার তদন্ত করবে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী
  37. ০২:০৭ এএম, ০১ জুন ২০২৪ এমপি আনার হত্যা: এবার নেপাল যাচ্ছেন ডিবিপ্রধান হারুন
  38. ০৪:৩৯ পিএম, ৩১ মে ২০২৪ সিয়ামের খোঁজে নেপাল যাচ্ছে সিআইডির বিশেষ দল
  39. ০৪:১৬ পিএম, ৩১ মে ২০২৪ এমপি আনারকে কলকাতায় রিসিভের দায়িত্বে ছিলেন সিলিস্তি
  40. ০২:৫৫ পিএম, ৩১ মে ২০২৪ এমপি আনার হত্যা: তিন আসামি এবার ৫ দিনের রিমান্ডে
  41. ০৭:১৭ পিএম, ৩০ মে ২০২৪ কলকাতায় আসার উদ্দেশ্য শতভাগ সফল: ডিবিপ্রধান
  42. ০৬:২০ পিএম, ৩০ মে ২০২৪ আনুষ্ঠানিক চিঠি দিয়ে মাংসের নমুনা দেশে আনা হবে
  43. ০৮:৩০ এএম, ৩০ মে ২০২৪ এমপি আনারের ‘হত্যা’ প্রমাণ না হলে মামলার ভবিষ্যৎ কী?
  44. ১০:৫৬ পিএম, ২৯ মে ২০২৪ কলকাতা থেকে দেশে ফিরছে ডিবির প্রতিনিধি দল
  45. ০২:৩৯ পিএম, ২৯ মে ২০২৪ যুক্তরাষ্ট্র থেকে শাহীনকে ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করা হবে
  46. ০৯:০৭ পিএম, ২৮ মে ২০২৪ পুলিশ ডাকলে ডিএনএ স্যাম্পল দিতে কলকাতা যাবো
  47. ০৮:২৫ পিএম, ২৮ মে ২০২৪ ফরেনসিক টেস্ট ছাড়া বলা যাবে না উদ্ধার দেহাংশ এমপি আনারের
  48. ০৭:৩৩ পিএম, ২৮ মে ২০২৪ সঞ্জীবা গার্ডেনসের সেপটিক ট্যাংক থেকে মরদেহের খণ্ডাংশ উদ্ধার
  49. ০৭:০৭ পিএম, ২৮ মে ২০২৪ আশা করি কিছু পাবো, আনারের মরদেহ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী
  50. ০৪:৩৬ পিএম, ২৮ মে ২০২৪ দেহাংশ খুঁজতে ভাঙা হবে সঞ্জীবা গার্ডেনসের স্যুয়ারেজ লাইন
  51. ০৩:৪২ পিএম, ২৮ মে ২০২৪ মরদেহ না পেলেও মামলা নিষ্পত্তি কষ্টকর হবে না: ডিবিপ্রধান
  52. ০৩:০২ পিএম, ২৮ মে ২০২৪ শাহীন-সিয়ামকে ফেরাতে ইন্টারপোলে চিঠি দিলো পুলিশ
  53. ০১:৩১ পিএম, ২৮ মে ২০২৪ তদন্তের স্বার্থে সব কিছু বলা যাচ্ছে না: ডিবিপ্রধান
  54. ০৯:১৬ পিএম, ২৭ মে ২০২৪ মরদেহের টুকরো পাবলিক টয়লেটে নিয়ে হস্তান্তর করা হয়
  55. ০৫:০১ পিএম, ২৭ মে ২০২৪ ‘সভ্য সমাজে এত নিষ্ঠুর হত্যাকাণ্ড হতে পারে না’
  56. ০৪:১১ পিএম, ২৭ মে ২০২৪ সেই ফ্ল্যাটে জিহাদ-শিমুলের ভিডিও কল, দেখালেন হত্যাকাণ্ডের স্থান
  57. ০৪:১৭ পিএম, ২৬ মে ২০২৪ এমপি আনারের আসন শূন্য ঘোষণা নিয়ে জটিলতা!
  58. ০২:৫৮ পিএম, ২৬ মে ২০২৪ বাগজোলা খালে এমপি আনারের দেহাংশ পাওয়া কঠিন, বলছেন স্থানীয়রা
  59. ১২:০৮ পিএম, ২৬ মে ২০২৪ এমপি আনার হত্যা তদন্তে কলকাতায় ডিবির প্রতিনিধিদল
  60. ০৪:৩৭ পিএম, ২৫ মে ২০২৪ তিনবারের চেষ্টায় আনারকে খুন, পরিকল্পনা ছিল টাকা আদায়: ডিবিপ্রধান
  61. ০৩:৩৯ পিএম, ২৫ মে ২০২৪ শাহীনকে দ্রুত আইনের আওতায় আনা হোক: এমপিকন্যা ডরিন
  62. ০৩:২১ পিএম, ২৫ মে ২০২৪ খালে জাল ফেলেও মেলেনি এমপি আনারের দেহাংশ
  63. ০৩:০০ পিএম, ২৫ মে ২০২৪ এলাকা ছাড়ার পর স্ত্রী-সন্তানের সঙ্গে যোগাযোগ ছিল না কসাই জিহাদের
  64. ০২:৩২ পিএম, ২৫ মে ২০২৪ হারুনের নেতৃত্বে এমপি আনারের খুনের তদন্তে ভারত যাবে ডিবি
  65. ০১:৩১ পিএম, ২৫ মে ২০২৪ এমপি আনারের মরদেহের খোঁজে ফের তল্লাশি শুরু
  66. ১০:২৩ এএম, ২৫ মে ২০২৪ এমপি আনোয়ারুলের মরদেহ ঘিরে ‘মদের’ আসর বসায় হত্যাকারীরা
  67. ০১:২০ এএম, ২৫ মে ২০২৪ এমপি আনোয়ারুলের লাশের টুকরোর সন্ধানে জোর তল্লাশি
  68. ০৮:৪৩ পিএম, ২৪ মে ২০২৪ এমপি আনোয়ারুলের সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্ব ছিল শিমুলের
  69. ০৫:০৬ পিএম, ২৪ মে ২০২৪ বাবাকে শেষবারের মতো ছুঁয়ে দেখতে চান এমপিকন্যা ডরিন
  70. ০৩:৪৩ পিএম, ২৪ মে ২০২৪ এমপি আনার হত্যা: তিন আসামি ৮ দিনের রিমান্ডে
  71. ০২:৫৩ পিএম, ২৪ মে ২০২৪ তিন আসামিকে হাজির করা হয়েছে আদালতে
  72. ০৮:৩৭ এএম, ২৪ মে ২০২৪ এমপি আনোয়ারুল হত্যায় গ্রেফতার সিয়ামই কসাই জিহাদ
  73. ০৬:০১ এএম, ২৪ মে ২০২৪ এমপিকে হত্যা করতে ফয়সাল-মোস্তাফিজুরের পাসপোর্ট করা হয় এপ্রিলে
  74. ০১:০৭ এএম, ২৪ মে ২০২৪ আনোয়ারুল হত্যা: সিলিস্তি-আমানসহ তিনজন গ্রেফতার
  75. ১১:৩১ পিএম, ২৩ মে ২০২৪ এমপি আনোয়ারুলের সন্দেহভাজন ৪ খুনির আখ্যান
  76. ১০:২৯ পিএম, ২৩ মে ২০২৪ মাস্টারমাইন্ড শাহীনের বাগানবাড়িতে মাঝরাতে বাজতো গান, ঢুকতো গাড়ি
  77. ০৯:৫৬ পিএম, ২৩ মে ২০২৪ এমপি আনারের মরদেহ শিগগির উদ্ধার করবে ভারতীয় পুলিশ
  78. ০৮:৩০ পিএম, ২৩ মে ২০২৪ ডিবির সঙ্গে বৈঠকে ভারতীয় পুলিশ, জিজ্ঞাসাবাদ করবে গ্রেফতারদের
  79. ০৮:২২ পিএম, ২৩ মে ২০২৪ এমপি আনার হত্যার রহস্য উদ্ঘাটনে একসঙ্গে কাজ করছে দু’দেশ
  80. ০৭:১২ পিএম, ২৩ মে ২০২৪ কলকাতা পুলিশের স্পেশাল টিম ঢাকায়, ভারত যাবে বাংলাদেশের ডিবি টিমও
  81. ০৬:৩৩ পিএম, ২৩ মে ২০২৪ এমপি আনার হত্যা তদন্তে একসঙ্গে কাজ করবে দুদেশের পুলিশ
  82. ০৫:৪৪ পিএম, ২৩ মে ২০২৪ খুলনার চরমপন্থি নেতা শিমুল যেভাবে হয়ে ওঠেন আমানুল্লাহ
  83. ০৪:৩৮ পিএম, ২৩ মে ২০২৪ এমপি আনোয়ারুল খুনের রোমহর্ষক বর্ণনা দিলেন ডিবিপ্রধান
  84. ০৪:০৬ পিএম, ২৩ মে ২০২৪ এমপি আনারের মরদেহ গুমে ব্যবহৃত গাড়ি জব্দ, চালক গ্রেফতার
  85. ০৩:৪৭ পিএম, ২৩ মে ২০২৪ এমপি আনারের মরদেহ গুম করা সিয়াম কলকাতায় গ্রেফতার
  86. ০৩:৩৯ পিএম, ২৩ মে ২০২৪ এমপি আনারের হত্যাকারীরা প্রায় চিহ্নিত, শুধু ঘোষণা বাকি
  87. ০৩:১৮ পিএম, ২৩ মে ২০২৪ এমপি আনোয়ারুল হত্যা: ৪ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ
  88. ১১:৪৫ এএম, ২৩ মে ২০২৪ ঢাকায় আসছে ভারতীয় পুলিশের স্পেশাল টিম
  89. ১১:৩৫ এএম, ২৩ মে ২০২৪ এমপি আনোয়ারুল খুনে ‘হানিট্র্যাপ’, কে এই নারী?
  90. ০২:০২ এএম, ২৩ মে ২০২৪ এমপির মরদেহ টুকরো করে রাখা হয় ফ্রিজে, ফেলা হয় ট্রলিব্যাগে করে
  91. ১২:৪৮ এএম, ২৩ মে ২০২৪ ৫ কোটি টাকা চুক্তিতে এমপি আনোয়ারুল খুন, পরিকল্পনা বন্ধুর
  92. ১০:১৫ পিএম, ২২ মে ২০২৪ এমপি আনোয়ারুল খুনের নেপথ্যে ব্যবসা না রাজনীতি?
  93. ০৯:৫৯ পিএম, ২২ মে ২০২৪ মামলার এজাহারে যা বললেন এমপি কন্যা ডরিন
  94. ০৯:৫০ পিএম, ২২ মে ২০২৪ বিপদে-আপদে মানুষের কাছে ছুটে যেতেন এমপি আনার, মিশতেন বন্ধুর মতো
  95. ০৮:১০ পিএম, ২২ মে ২০২৪ কলকাতায় আনোয়ারুল আজীম খুন, ঢাকায় মামলা করলেন মেয়ে