ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ২১ মে ২০২৪

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্বাচনে ভোটারদের উপস্থিতি কম ছিল। এছাড়া অনেক জায়গায় জাল ভোট, কেন্দ্র দখলের চেষ্টা ও হামলার ঘটনা ঘটেছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, দ্বিতীয় ধাপের ১৫৬ উপজেলায় তিন পদে এক হাজার ৮২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারমধ্যে চেয়ারম্যান পদে ৬০৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৯৩ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৫৯৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেইসঙ্গে তিন পদে ২২ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। দুই উপজেলায় তিন পদে সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয় লাভ করেছেন।

১৫৬ উপজেলার মধ্য ২৪ উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বাকি ১৩২ উপজেলায় ব্যালট পেপারে ভোট দেন ভোটাররা।

এসআর/এএসএম