ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়াখালীতে জালভোট দেওয়ার অভিযোগে দুই যুবকের কারাদণ্ড

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ১২:১৩ পিএম, ২১ মে ২০২৪

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে জালভোট দেওয়ার অভিযোগে দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ মে) সকাল সাড়ে ১০টায় আমিশাপাড়া ইউনিয়নের নজরুল একাডেমি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সোনাইমুড়ীর আমিশাপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শামছুল আলমের ছেলে রিমন (১৯) ও কপিল উদ্দিনের ছেলে সজিবুর রহমান (১৯)। তাদের গলায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আ ফ ম বাবুল বাবুর প্লেকার্ড ঝুলানো ছিল।

অভিযান পরিচালনাকারী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, অভিযুক্ত রিমন হোসেন ভোটার সৈকত আকবর সুমনের (নম্বর-৪০৭) স্লিপ নিয়ে এবং সজিবুর রহমান ভোটার রবিউল হাসানের (নম্বর-৪০২) স্লিপ নিয়ে জাল ভোট দিতে এলে তাদেরকে শনাক্ত করি। পরে আটকরা তাদের দোষ স্বীকার করায় দুইজনকে ছয় মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এফএ/এমএস