কাশিমপুর মহিলা কারাগারে হাজতির মৃত্যু
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে এক হাজতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১৮ মে) দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
মারা যাওয়া হাজতি হলেন নীলফামারীর ডোমার থানার মটুকপুর গ্রামের রুমেল হোসেনের মেয়ে আমিনা বেগম (৪০)।
কারাগার সূত্রে জানা গেছে, মহিলা কারাগারে বন্দি আমিনা বেগম হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে কারাগার থেকে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার শাহজাহান মিয়া বলেন, মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। কারাবিধি শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
আমিনুল ইসলাম/এসআর