ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জীবন্ত ঘোড়া নিয়ে নির্বাচনী মিছিল

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ০৩:০১ পিএম, ১৮ মে ২০২৪

শরীয়তপুরে জাজিরা উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে নির্বাচনী মিছিলে জীবন্ত ঘোড়া ব্যবহারের অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৭ মে) বিকেলে উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের ভাটকুল বাজার এলাকা থেকে জীবন্ত ঘোড়া নিয়ে মিছিলটি বের করেন প্রার্থী এস এম আমিনুল ইসলামের সমর্থকরা।

স্থানীয় সূত্র ও জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে শরীয়তপুর জাজিরা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে চেয়ারম্যান পদে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আমিনুল ইসলাম।

২ মে প্রতীক বরাদ্দের পর থেকে প্রচার-প্রচারণা শুরু করেন তিনি ও তার সমর্থকরা। শুক্রবার বিকেল ৫টার দিকে তার পক্ষে উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের ভাটকুল বাজার এলাকায় একটি মিছিল বের করেন স্থানীয় সাহেদ আলী মল্লিক ও তার লোকজন। এ সময় মিছিলে একটি জীবন্ত ঘোড়া নিয়ে পুরো এলাকা ঘোরেন তারা। যা সম্পূর্ণ নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।

অভিযোগের বিষয়ে জানতে চেয়ারম্যান প্রার্থী এস এম আমিনুল ইসলামের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি।

এ বিষয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুদ্দিন গিয়াস বলেন, কোনো প্রার্থী যদি জীবন্ত প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা চালান তাহলে সেটা আচরণবিধির লঙ্ঘন। কোনো প্রার্থী যদি আচরণবিধি লঙ্ঘন করেন, তার সুস্পষ্ট অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিধান মজুমদার অনি/এফএ/এমএস