খেলার সময় ডোবায় ডুবে শিশুর মৃত্যু
দিনাজপুরের হাকিমপুরে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে সাফায়েত হোসেন নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) সকাল ১০টার দিকে হাকিমপুর উপজেলার খট্টা ইউনিয়নের পাউশগাড়া (ডাংগাপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।
শিশু সাফায়েত ওই এলাকার জনাব আলীর ছেলে। বিরামপুর থানার উপ পরিদর্শক নিহার রঞ্জন সরকার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সকালে বাড়ির সামনে খেলা করছিল শিশু সাফায়েত। খেলার এক পর্যায়ে পাশে ডোবার পানিতে পড়ে ডুবে যায় সে। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর ডোবা থেকে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। পরে তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. শাহরিয়ার পারভেজ জাগো নিউজকে বলেন, পানিতে দীর্ঘক্ষণ ডুবে থাকার কারণে হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
বিরামপুর থানা পু্লিশের উপ-পরিদর্শক নিহার রঞ্জন সরকার বলেন, ‘ডোবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। হাকিমপুর থানায় বিষয়টি জানানো হলে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। পরিবারের আপত্তি না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
মো. মাহাবুর রহমান/এনআইবি/জিকেএস