ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গোপালগঞ্জে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, যুবক নিহত

জেলা প্রতিনিধি | গোপালগঞ্জ | প্রকাশিত: ০৮:৫২ এএম, ১৫ মে ২০২৪

গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামে উপজেলা নির্বাচনে বিজয়ী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। আহতদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) রাত সাড়ে ৮টার দিকে চন্দ্রদিঘলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে পরাজিত প্রার্থী লিয়াকত আলি ভূঁইয়া এবং বিজয়ী প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়ার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর ভাঙচুর হয়েছে।

নিহত ওসিকুর ভূঁইয়া (৩২) চন্দ্রদিঘলিয়া গ্রামের ভূঁইয়াপাড়ার জলিল ভূঁইয়ার ছেলে। তিনি সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী বি.এম লিয়াকত আলি ভূঁইয়ার সমর্থক ছিলেন।

গোপালগঞ্জে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, যুবক নিহত

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, সদর উপজেলা পরিষদের নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়ার সমর্থকরা বি.এম লিয়াকত আলী ভূঁইয়ার এক সমর্থককে মারধর করেন। এরই জের ধরে লিয়াকত আলী ভূঁইয়ার সমর্থকরা সঙ্ঘবদ্ধ হয়ে বিজয়ী প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়ার সমর্থক এবং তাদের বাড়িতে হামলা চালান। পরবর্তীতে উভয় পক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে চন্দ্রদিঘলীয়া উচ্চ বিদ্যালয়ের সামনে সংঘর্ষে লিপ্ত হন।

এ সময় কামরুজ্জামান ভূঁইয়ার সমর্থকরা গুলি চালালে ৬ জন গুলিবিদ্ধ হন। তাদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আনা হলে ওসিকুর ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এফএ/এমএস