ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গলায় লিচুর বিচি আটকে মারা গেলো শিশু

উপজেলা প্রতিনিধি | হিলি (দিনাজপুর) | প্রকাশিত: ০৫:১৮ পিএম, ১৪ মে ২০২৪

দিনাজপুরের বিরামপুরে লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে সালমান রনি (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে উপজেলার শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে।

সালমান ওই এলাকার রাশেদুল ইসলামের ছেলে। সে স্থানীয় শিমুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণিতে পড়তো।

শিশুটির মা সাজেদা খাতুন জানান, বেলা সাড়ে ১১টার দিকে সালমান ও জীবন নামের আরেক শিশু বাড়ির পাশে লিচু বাগানে লিচু খেতে যায়। এর কিছুক্ষণ পর সে বাসায় ফিরে উদ্ভট আচরণ করতে থাকে। এসময় সে মুখে কোনো কথা না বলতে পারলেও গলায় কিছু একটা আটকে আছে এমন ইঙ্গিত দেয়। পরে তার অবস্থার অবনতি হলে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুন ইসলাম বলেন, স্বাস্থ্যকেন্দ্রে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তবে তার গলায় লিচুর বিচি আটকে আছে কি না এমন কিছু আমাদের জানানো হয়নি।

স্থানীয় পৌর কাউন্সিলর মোশাররফ হোসেন চৌধুরী বলেন, আমি ঘটনাস্থলে যাইনি। তবে পরিবার পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে, শিশুটি গলায় লিচুর বিচি আটকে শ্বাসরোধে মারা গেছে।

মাহাবুর রহমান/এসআর/এমএস