ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাদারীপুর

হিমাগারে সাড়ে ৬ লাখ ডিম মজুত, দুই ব্যবসায়ীর জরিমানা

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৪:৪১ পিএম, ১৪ মে ২০২৪

মাদারীপুরের একটি হিমাগারে দীর্ঘদিন ধরে সাড়ে ৬ লাখ ডিম মজুত রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ মে) দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুজ্জামান হিমু এ আদেশ দেন।

অভিযান সূত্রে জানা গেছে, ওই হিমাগারে দীর্ঘদিন ধরে ডিম মজুত রেখে বাজারে সংকট সৃষ্টি করা হয়েছে। এজন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে স্থানীয় ব্যবসায়ী শহিদুল ইসলাম (৫২) ও জাহাঙ্গীর কাজী (৫৪) নামের দুজনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আগামী দুদিনের মধ্যে হিমাগার খালি করে ডিম বিক্রির শর্ত দেওয়া হয়েছে।

হিমাগারে সাড়ে ৬ লাখ ডিম মজুত, দুই ব্যবসায়ীর জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, দীর্ঘদিন হিমাগারে ডিম মজুত রেখেছেন ব্যবসায়ীরা। ওই দুই ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে মূল্যবৃদ্ধি করেন। অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়া যায়। গত মার্চ মাস থেকে এ হিমাগারে ছয় লাখ ৪২ হাজার ডিম মজুত রাখা হয়।

আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/এএসএম