ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় কীটনাশক দেওয়া পুকুরে মাছ ধরতে নেমে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ১০:৪৫ পিএম, ১৩ মে ২০২৪

কুমিল্লা আদর্শ সদর উপজেলায় কীটনাশক দেওয়া পুকুরে মাছ ধরতে নেমে ফাহাদ (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ মে) সকালে উপজেলার জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মামুনুর রশিদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ফাহাদ জগন্নাথপুর এলাকার মনির হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, জগন্নাথপুর গ্রামের একটি পুকুর লিজ নিয়ে একই গ্রামের আইয়ুব আলী মাছ চাষ করে আসছিলেন। সোমবার ভোর ৩টার দিকে কাউকে না জানিয়ে ওই পুকুরে মাছ ধরার জন্য শক্তিশালী কীটনাশক প্রয়োগ করেন তিনি। সকালে মাছ ভাসতে দেখে স্থানীয়রা মাছ ধরতে নামেন ওই পুকুরে। তাদের সঙ্গে ফাহাদও অংশ নিয়েছিল। এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যাওয়ার সময় বিষাক্ত পানি পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। উপস্থিত লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে কুমিল্লার একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ফাহাদের মা সায়িদা বেগম বলেন, আমার ছেলে পুকুরে মাছ ধরতে নেমে অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুকুর লিজ নেওয়া আইয়ুব আলী বলেন, মাছ ভেসে ওঠার জন্য ভোররাতে ট্যাবলেট প্রয়োগ করেছিলাম। কিন্তু সকালে পুকুরে মাছ ভসতে দেখে আমার অনুমতি না নিয়েই মাছ শিকারে নেমে পড়ে অনেকে।

এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে একটি শিশু নিহতের খবর পেয়েছি। এ ব্যাপারে বিস্তরিত খোঁজ-খবর নিচ্ছি।

জাহিদ পাটোয়ারী/এমএইচআর