যুদ্ধাপরাধ মামলার আসামি আবু বক্কর সিদ্দিক কুমিল্লায় গ্রেফতার
কুমিল্লা সদর দক্ষিণ থেকে যুদ্ধাপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো. আবু বক্কর সিদ্দিককে (৮০) গ্রেফতার করেছে র্যাব। কুমিল্লা র্যাব-১১ এর একটি দল উপজেলার উত্তর রামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
সোমবার (১৩ মে) দুপুরে কুমিল্লার র্যাব-১১ এর উপ-পরিচালক মাহমুদুল হাসান জাগো নিউজেকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার আবু বক্কর সিদ্দিক সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার উত্তর কদমতলা গ্রামের বাসিন্দা।
র্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১২ মে) রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকায় অভিযান পারিচালনা করা হয়। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লায় তার এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন। তাকে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জাহিদ পাটোয়ারী/এফএ/জেআইএম