ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাংলাদেশে ভোট বলে কিছু নেই: জোনায়েদ সাকি

জেলা প্রতিনিধি | রাজশাহী | প্রকাশিত: ০৮:০৭ পিএম, ১১ মে ২০২৪

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বাংলাদেশে ভোট বলে কিছু নেই। শনিবার (১১ মে) সন্ধ্যায় নগরীর গণকপাড়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ৭ জানুয়ারির নির্বাচনকে জনমানবশূন্য বিরানভূমি বানিয়ে জনগণ তার অবস্থান প্রকাশ করেছে। আজকে সারা দুনিয়া ব্যাপী লড়াই চলছে। এ লড়াই নানা দেশে নানা অবস্থার মধ্যে রয়েছে। পাশের দেশ ভারতেও এক ধরনের কর্তৃত্ববাদের বিকাশ ঘটেছে। আরও কর্তৃত্ববাদের দিকে এগোয় কি না সেটাই এ নির্বাচনে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, এস আলম গ্রুপ আর শত কোটি হাজার কোটিতে নাই, লাখো কোটি সম্পদের মালিক হয়েছে। একাই একে একে সাতটি ব্যাংক নিয়ন্ত্রণে নিয়েছে। একজন সরকারি কর্মকর্তা কত টাকা বেতন পান, অথচ তার নামে হাজার হাজার কোটি টাকা থাকে। বিদেশে কত কোটি টাকা তা তো আমরা জানিই না।

বাংলাদেশে ভোট বলে কিছু নেই: জোনায়েদ সাকি

সাকি বলেন, বিদ্যুতের দাম বাড়ায়, গ্যাসের দাম বাড়ায়, দ্রব্যমূল্যের দাম সিন্ডিকেট তৈরি হয়, লাখো কোটি টাকা জনগণের থেকে ছিনিয়ে নিয়ে বড় লোকের পকেটে ঢুকায়, এটাই তাদের ব্যবস্থা। আপনি কথা বলতে পারবেন না।

ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব ড. আবু ইউসুফ সেলিমের সভাপতিত্বে ও গণসংহতি আন্দোলন রাজশাহী জেলার আহ্বায়ক অ্যাডভোকেট মুরাদ মোর্শেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রউফ মান্নান, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম-আহ্বায়ক বাবুল বিশ্বাস প্রমুখ।

সাখাওয়াত হোসেন/আরএইচ/জেআইএম