ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কেন্দ্রের বাইরে ভিড় ভেতরে ফাঁকা

জেলা প্রতিনিধি | নেত্রকোনা | প্রকাশিত: ০২:৫৪ পিএম, ০৮ মে ২০২৪

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে নেত্রকোনার কলমাকান্দা ও দুর্গাপুরে ভোটগ্রহণ চলছে। কিন্তু কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি অনেক কম। আবার অধিকাংশ ভোটকেন্দ্রের বাইরে মানুষের কিছু জটলা থাকলেও ভেতরের অবস্থা ফাঁকা বললেই চলে। ভোটারদের তেমন উপস্থিতি নেই।

বুধবার (৮ মে) সকাল আটটা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার অন্তত ১৪টি কেন্দ্র ঘুরে এ চিত্র দেখা গেছে।

সকাল নয়টার দিকে কলমাকান্দার কৈলাটি ইউনিয়নের পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায় ভোটার উপস্থিতি হাতেগোনা। ওই কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ হাজার ২৪৫ জন। কেন্দ্রের বাইরে ভোটার ও প্রার্থীদের সমর্থকদের কিছু ভিড় থাকলেও নয়টার দিকে ভোট দিয়েছেন মাত্র ৭৮ জন ভোটার। সকাল ১০টার দিকে কলমাকান্দা সদরের পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে প্রচুর ভিড় লক্ষ্য করা গেলেও ভেতরে প্রবেশ করে দেখা যায় ভিন্ন চিত্র, একদম ফাঁকা। যেন সুনসান নীরবতা। ভেতরে হাতেগোনা কয়েকজন নারী ভোটার।

ওই কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা মো. জাকির হোসেন শেখ জানান, কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৪৯ জন। ১০টি বুথে সকাল আটটা থেকে ১০টা পর্যন্ত ৩১২টি ভোট পড়েছে।

কেন্দ্রের ৭ নম্বর বুথকক্ষে গিয়ে জানা গেছে, সকাল আটটা থেকে সকাল ১০টা পর্যন্ত ২৫৮ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেছেন মাত্র ২৯ জন ভোটার।

সকাল সাড়ে ১০টার দিকে চাইন্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে প্রায় একই চিত্র দেখা গেছে। বাইরে শ’ খানেক লোকের ভিড় থাকলেও কেন্দ্রের ভেতরে হাতেগোনা আটজন ভোটার ভোট দিতে হাজির হয়েছেন।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আনিছুর আলম আকন্দ জানান, ওই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৭৬১ জন। সকাল আটটা থেকে ১০টা পর্যন্ত ভোট দিয়েছেন ৪৭০ জন ভোটার।

কেন্দ্রের বাইরে ভিড় ভেতরে ফাঁকা

বেলা ১১টার দিকে নাজিরপুর পল্লী জাগরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে ভিড় থাকলেও ভেতরে ফাঁকা। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সাইফুল ইসলাম প্রিন্স জানান, মোট ভোটার সংখ্যা ৫ হাজার ৯৯৮ জন। শুরু থেকে ১১টা পর্যন্ত অর্থাৎ তিন ঘণ্টায় ৪৪৯ জন ভোট দিয়েছেন।

দুপুর ১২টার দিকে দুর্গাপুর উপজেলা সদরের মহারাজা কুমুদ চন্দ্র মেমোরিয়াল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় বাইরে কিছু লোকের ভিড়। ভেতরে ১০ থেকে ১৫ জনের মতো ভোটার।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শরাফত খান জানান, মোট ভোটার সংখ্যা ২ হাজার ৯০৫ জন। চার ঘণ্টায় ভোট দিয়েছেন ১১০ জন ভোটার।

দুপুর সোয়া ১২টার দিকে উপজেলা সদরের বিরিশিরি এলাকায় পিসি নল মোমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় বাইরেও তেমন ভিড় নেই, ভেতরেও ফাঁকা। একজন নারী নির্বাহী ম্যাজিস্ট্রে ও কিছু পুলিশ সদস্য ও সাংবাদিক রয়েছেন। অবশ্য চারজন নারী ভোটার ও তিন জন পুরুষ ভোটারকে ভোট কক্ষে প্রবেশ করে ভোট দিতে দেখা গেছে।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রায়হানুল হক জানান, সেখানে মোট ভোটার ২ হাজার ৬৬৯ জন। কিন্তু ওই সময়ের মধ্যে ভোট দিয়েছেন ৩৩৫ জন ভোটার।

এদিকে ভোটারের উপস্থিতি কম থাকলেও দুপুর একটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুটি উপজেলার ১২৪টি ভোট কেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খল বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে। উপজেলা দুটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ জন। এরমধ্যে দুর্গাপুরে ১ লাখ ৯৯ হাজার ৪৭০ জন।

নির্বাচনে কলমাকান্দা ও দুর্গাপুরে চেয়ারম্যান পদে সাতজন করে ১৪ জন, ভাইস চেয়ারম্যান তিন জন করে ছয় জন ও মহিলা ভাইস চেয়ারম্যান তিন জন করে ছয় জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব প্রার্থীই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। বিকেল চারটা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ চলবে।

প্রিসাইডিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, নির্বাচনে ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, দুজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ পুলিশ, আনসার, বিজিবি, র্যাবসহ প্রায় ২ হাজার ৫০০ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে হচ্ছে। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এইচ এম কামাল/এফএ/এমএস