কুমিল্লায় ডিবি পুলিশের গাড়িচাপায় ব্যবসায়ীর মৃত্যু
কুমিল্লার নাঙ্গলকোটে ডিবি পুলিশের গাড়িচাপায় জিয়াউল হক (৩৫) নামে এক ওয়ার্কসপ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর মাইক্রোবাসটির চালক পালিয়ে গেলেও ডিবি পুলিশের ৩ সদস্যকে আটক করেন স্থানীয়রা।
বুধবার (১ মে) রাত পৌনে ১১টার দিকে কুমিল্লা-হাসানপুর আঞ্চলিক সড়কের মন্তলী ঝিকুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিয়াউল হক মন্তলী ঝিকুটিয়া এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, রাত পৌনে ১১টার দিকে মন্তলী ঈদগাহ মার্কেট থেকে তারা বাড়ি যাচ্ছিলেন। ঝিকুটিয়া ইসহাক মজুমদার বালিকা উচ্চ বিদ্যালয়ের পশ্চিম মোড়ে পৌঁছালে বেপরোয়া গতির সাদা একটি মাইক্রোবাস জিয়াউল হকের মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
নিহত জিয়াউল হকের বড় ভাই বেলাল হোসেন বলেন, নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন ডাক্তাররা। পরে কুমিল্লা হাসপাতালে নেওয়ার পথে অবস্থা গুরুতর হওয়ায় লাকসামের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার খবর শুনে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী, কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার ভূমি মেহেদী হাছান, ডিবি পুলিশের ইন্সপেক্টর রাজেশ বড়ুয়া, নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অনাকাঙ্ক্ষিতভাবে ঘটনাটি ঘটেছে। এটি খুবই দুঃখজনক।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জাহিদ পাটোয়ারী/এফএ/এএসএম