ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গরম থেকে বাঁচতে রাতে ধান কাটছেন কৃষকরা

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ৩০ এপ্রিল ২০২৪

তীব্র তাপপ্রবাহ বিরাজ করছে খুলনায়। সোমবার (২৯ এপ্রিল) জেলায় ২৪ বছরের মধ্যে সর্বোচ্চ ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরাও।

এদিকে মাঠের ধানও কাটার উপযোগী হয়ে গেছে। তবে তীব্র রোদে ধান কাটার সাহস পাচ্ছেন তারা। তাই অতি কষ্টের ফসল ঘরে তুলতে রাতকে বেছে নিয়েছেন তারা। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ধান কাটার জন্য মাঠে নেমে পড়ছেন।

খুলনা মহানগরীর সন্নিকটে বটিয়াঘাটা উপজেলার পুটিমারীর নিমতলা এলাকার কৃষকরা গত কয়েকদিন ধরেই রাতে ধান কাটছেন। শ্রমিক না নিয়ে নিজেরা একত্রিত হয়ে একে অপরের ধান কেটে দিচ্ছেন তারা।

গরম থেকে বাঁচতে রাতে ধান কাটছেন কৃষকরা

আরও পড়ুন:

ওই এলাকার কৃষক মো. বাবুল জাগো নিউজকে বলেন, ‘জমির ধান পেকে গেছে। কিন্তু দিনের তাপমাত্রা এতো বেশি থাকে যে, কোনো লোক মাঠে যেতে চান না। কিন্তু ধান তো কাটতে হবে। সে কারণে রাতকেই বেছে নিয়েছি আমরা। রাতে জেনারেটর ভাড়া করে বড় বড় লাইট জ্বালিয়ে ৮-১০ জন জমির মালিক এক হয়ে একে অন্যের ধান কেটে দিচ্ছি।’

গরম থেকে বাঁচতে রাতে ধান কাটছেন কৃষকরা

তিনি আরও বলেন, ‘লোক না পাওয়ায় আমরাই এখন জন (শ্রমিক) হয়ে গেছি। এতে শ্রমিকের মজুরি বেচে যাচ্ছে। সেই টাকা দিয়ে জেনারেটর ভাড়ার খরচ মেটানো হচ্ছে।’

সাইদুর নামের আরেকজন বলেন, ‘ধান কাটাকে কেন্দ্র করে এলাকায় নিজেদের মধ্যে সম্প্রীতি বেড়েছে। আমরা একে অপরের জমির ধান কোনো পারিশ্রমিক ছাড়াই কেটে দিচ্ছি।’

আলমগীর হান্নান/এসআর/এএসএম