ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চুয়াডাঙ্গায় তীব্র গরমে মরছে মুরগি, অসুস্থ হচ্ছে গরু-ছাগল

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ০৮:২৭ পিএম, ২৯ এপ্রিল ২০২৪

চুয়াডাঙ্গায় তীব্র গরমে প্রাণীকূলেও দেখা দিয়েছে অস্বস্তি। জেলায় গরু ও ছাগলের বেড়েছে গরমজনিত রোগ। মারা যাচ্ছে মুরগি।

জেলা প্রাণিসম্পদ অফিস বলছে, গরমে গত পাঁচদিনে বিভিন্ন খামারে দুইশ মুরগি মারা গেছে। গরু-ছাগল পাতলা পায়খানা, রুচিহীনতা ও স্ট্রোকে আক্রান্ত হচ্ছে।

চুয়াডাঙ্গা সদরের মুরগি পালনকারী আফজাল হোসেন জাগো নিউজকে বলেন, ‘গরমে মুরগিগুলোকে একটু বাড়তি খেয়ালে রাখতে হচ্ছে। এরইমধ্যে আমার অনেক মুরগি মারা গেছে। তাপমাত্রা কমে গেলে রক্ষা পাই।’

চুয়াডাঙ্গায় তীব্র গরমে মরছে মুরগি, অসুস্থ হচ্ছে গরু-ছাগল

আরও পড়ুন:

ভারপ্রাপ্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান বলেন, সবচেয়ে কষ্টে আছেন মুরগির খামারিরা। প্রতিদিনই ব্রয়লার মারা যাওয়া বা অসুস্থতার খবর আসে। খামার মালিকদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। আমাদের মাঠকর্মীরা নিয়মিত গিয়ে সেবা দিচ্ছেন।

চুয়াডাঙ্গায় তীব্র গরমে মরছে মুরগি, অসুস্থ হচ্ছে গরু-ছাগল

জেলা প্রাণিসম্পদ অফিসের সম্প্রসারণ কর্মকর্তা ডা. খন্দকার শাওন হাসনাত জাগো নিউজকে বলেন, গবাদিপশুর পেটফাঁপা, খাবারে অরুচিসহ গরমজনিত রোগ বেড়েছে। আমরা সাধ্যমতো সেবা দিয়ে যাচ্ছি। আমাদের পর্যাপ্ত চিকিৎসাসামগ্রী মজুত আছে।

হুসাইন মালিক/এসআর/এএসএম