ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পথচারীদের পানি-স্যালাইন দিচ্ছে রেড ক্রিসেন্ট

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ০২:৪৬ পিএম, ২৬ এপ্রিল ২০২৪

তীব্র তাপপ্রবাহ থেকে সাধারণ মানুষকে প্রশান্তি দিতে পথচারীদের মাঝে পানির বোতল ও খবার স্যালাইন বিতরণ করছেন পটুয়াখালী যুব রেড ক্রিসেন্ট সদস্যরা।

শুক্রবার (২৬ এপ্রিল) বেলা ১১টা থেকে শহরের সোনালী ব্যাংক মোড়ে স্বেচ্ছাসেবকরা দিনমজুর, রিকশা চালকসহ তৃষ্ণার্ত মানুষকে পানি পান করান।

পথচারীদের পানি-স্যালাইন দিচ্ছে রেড ক্রিসেন্ট

যুব রেড ক্রিসেন্ট পটুয়াখালী ইউনিটের প্রধান নাসিম জানান, গত কয়েকদিন থেকেই বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম চলছে। তীব্র তাপপ্রবাহকে দূর্যোগ হিসেবেই বিবেচনা করে মাঠে কাজ করছি। বিশেষ করে বৈশ্বিক উষ্ণায়ন সবাইকেই বিপদে ফেলে দিচ্ছে। আগেও যেমন সব সংকটে যুব রেড ক্রিসেন্টের সেচ্ছাসেবকরা ঝাঁপিয়ে পড়েছে, এখনও তারা নিজ উদ্যোগে সাধারণ মানুষের পাশে কিছুটা হলেও প্রশান্তি দেওয়ার চেষ্টা করছে। আগামী যে কয়েকদিন তাপপ্রবাহ চলমান থাকবে সেই পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।

পথচারীদের পানি-স্যালাইন দিচ্ছে রেড ক্রিসেন্ট

এদিকে রেড ক্রিসেন্ট সদস্যদের পাশপাশি পটুয়াখালী জেলা ছাত্রলীগ, ইসলামি আন্দোলন বাংলাদেশ, পটুয়াখালীবাসীসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন শহরের বিভিন্ন সড়কের পাশে সাধারণ মানুষকে বিনামূল্যে পানি, শরবত ও খাবার স্যালাইন বিতরণ করছেন।

আব্দুস সালাম আরিফ/এএইচ/জিকেএস